৩ জনের জবানবন্দী প্রত্যাহারের আবেদন
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেফতার তিনজন তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রত্যাহারের আবেদন করেছেন। একই সাথে রিমান্ডে নির্যাতনের কারণে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসারও আবেদন করেছেন তারা। এরা হলেন, ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া ওরফে আমানুল্যাহ সাঈদ ও তানভীর ভূঁইয়া।
গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমানের আদালতে এ তিনজনের জবানবন্দী প্রত্যাহারের বিষয়ে শুনানি হয়। শুনানির সময় আদালতে উপস্থিত করা হয় আসামিদের। তাদের পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজীসহ আরো অনেক আইনজীবী শুনানি করেন। পরে আদালত আবেদনগুলো নথিভুক্ত রাখার নির্দেশ দেন। একই সাথে কারাবিধি অনুযায়ী কারা কর্তৃপক্ষকে চিকিৎসার নির্দেশ দেন। এ ছাড়া সিলিস্তি রহমানের জামিন আবেদন আদালত তা নামঞ্জুর করেন।
এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছেন ডিবি পুলিশ। তারা হলেন- সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁঁইয়া, ফয়সাল আলী সাজী ওরফে তানভীর ভূঁইয়া, সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। এদের মধ্যে মিন্টু ছাড়া ছয়জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন। এর মধ্যে মিন্টু ছাড়া বাকিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন। যার মধ্যে তিনজন সেই জবানবন্দী প্রত্যাহারের আবেদন জানালেন।
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। গত ১৮ মে বরাহনগর থানায় নিখোঁজের জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলে না তিনবারের এ সংসদ সদস্যের। ২২ মে খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জীবা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে খুন হয়েছেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা