ছাদ থেকে লাফিয়ে পড়ে শিল্পপতির মেয়ের মৃত্যু
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
চট্টগ্রাম নগরে গভীর রাতে ছাদ থেকে পড়ে শীর্ষস্থানীয় ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের পরিচালক (অর্থ) জোহায়ের তাহের আলীর মেয়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী ওই তরুণী নিজ বাসার সাততলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। গত বুধবার রাত ২টার দিকে নগরের খুলশী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, মৃত জাহরা (২৪) তার বাবা-মায়ের সাথে খুলশী আবাসিক এলাকার ছয় নম্বর সড়কে সানম্যার পার্কভিউ ভবনের একটি ফ্ল্যাটে থাকতেন। জাহরা কানাডায় পড়ালেখা শেষে সম্প্রতি দেশে ফেরেন।
বিএসআরএমের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তপন সেনগুপ্ত জানান, জাহরাহ দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত বুধবার রাতে অস্থির হয়ে ভবনের ছাদে পায়চারি করতে গেলে অসাবধানতাবশত পড়ে যান। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা