ফেসবুকে প্রেম ভারতীয় নারী বাংলাদেশে
পতাকা বৈঠকের পর হস্তান্তর- বেনাপোল (যশোর) সংবাদদাতা
- ০৫ জুলাই ২০২৪, ০০:০৫
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেম করে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে চুয়াডাঙ্গায় এসে বিপাকে পড়েছেন পিংকি সরকার (২১) নামে এক ভারতীয় নারী। গত ২৯ জুন তিনি চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে প্রেমিক সমর সরকারের কাছে আসেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে বেনাপোল-পেট্রাপোল নো ম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর তাকে বেনাপোল চেকপোস্ট বিজিবি সদস্যরা হরিদাসপুর পেট্রাপোল বিএসএফের কাছে হস্তান্তর করেন।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার মো: মিজানুর রহমান জানান, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার রায়গঞ্জ থানার কুলুউসারা গ্রামের মানিক সরকারের মেয়ে পিংকি সরকারের সাথে বাংলাদেশের চুয়াডাঙ্গা সীমান্ত এলাকার সমর সরকার নামে এক যুবকের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দু’জনের মধ্যে দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে গত ২৯ জুন ভারত থেকে চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন পিংকি। তিন দিন ধরে চুয়াডাঙ্গায় সমরের সাথে অবস্থান করছিলেন। বিজিবি সব ঘটনা বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে ওই মেয়েটিকে ফেরত নিতে রাজি হয় এবং পতাকা বৈঠক করে ভারতীয় ওই নারীকে গতকাল সকালে বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। বিএসএফ পরে তার পরিবারের হাতে হস্তান্তর করবে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা