জেলায় জেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৪ জুলাই ২০২৪, ০০:২৭
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতির দাবিতে সারা দেশে বিভিন্ন জেলায় জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। গতকাল বুধবার এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বগুড়া অফিস জানায়, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বিশে^র সবচাইতে নির্যাতিত নেত্রী বেগম খালেদা জিয়া । তিনি কোনো অপরাধ করেননি। কিন্তু তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নির্যাতন করা হচ্ছে। তাকে কারাগারে প্রাপ্য অধিকারও দেয়া হয়নি। তাকে বন্দী রেখে গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাকে মুক্ত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য তিনি দলের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি গতকাল বুধবার বিকেলে শহরের নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহাবুবর রহমান, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি নেতা আহসানুল তৈয়ব জাকির, হামিদুল হক চৌধুরী হিরু, এম আর ইসলাম স্বাধীন, মীর শাহে আলম, তৌহিদুল আলম মামুন, তাহা উদ্দিন নাহিন, মোর্শেদ মিল্টন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার, মনিরুজ্জামান মনি, যুবদলের খাদেমুল ইসলাম খাদেম ও জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদলের সাইদুল ইসলাম প্রমুখ।
গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, মোর্শেদ হাবীব সোহেল, যুগ্মসম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মনজুর মোর্শেদ বাবু, আনিছুর রহমান নাদিম, বিএনপি নেতা ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু প্রমুখ। সমাবেশে সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল। এর আগে জেলার সাত উপজেলা থেকে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনগুলোর খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে সমবেত হলে সার্কুলার রোডের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তারা বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানান।
নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীতে সমাবেশ করেছে জেলা বিএনপি । গতকাল বুধবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, পৌর বিএনপির সভাপতি মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ চৌধুরী, ছাত্রদল সভাপতি মারুফ হোসেন প্রিন্স, সাবেক ছাত্রদল নেতা আব্দুস সালাম বাবলা প্রমুখ।
কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ
কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জে সমাবেশ করেছে জেলা বিএনপি।
গতকাল দুপুরে শহরের রথখোলা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, রুহুল হোসাইন, জালাল মোহাম্মদ গাউস, জালাল উদ্দিন, নিজাম উদ্দিন নয়ন, রুহুল আমিন আকিল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল।
জয়পুরহাট সংবাদদাতা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুর ১২টায় জয়পুরহাট সুগার মিল এলাকা থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ ওহাব, শহর বিএনপির আহ্বায়ক মতিয়র রহমান, জেলা বিএনপির সদস্য আ: গফুর মণ্ডল, জেলা যুবদলের আহ্বায়ক এটি এম শাহনেওয়াজ কবীর শুভ্র, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
ফেনী অফিস জানায়, গতকাল ফেনী শহরে সমাবেশ করেছে বিএনপি। শহরের ইসলামপুর রোডের দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এবং সদস্যসচিব আলাল উদ্দিন আলাল ও যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সহ-গ্রাম সম্পাদক পেয়ার আহমদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জালাল আহমেদ মজুমদার, আবু তালেব ও মশিউর রহমান বিপ্লব। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা