ম্যাগসাইসাই পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকীতে প্রফেসর ইউনূসকে সম্মাননা
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ জুলাই ২০২৪, ০০:২৭
নোবেল লরিয়েট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘র্যামন ম্যাগসাইসাই’ পুরস্কার প্রাপ্তির ৪০তম বার্ষিকী উপলক্ষে গত ২ জুলাই ২০২৪ ম্যানিলায় ফাউন্ডেশনটি প্রফেসর ইউনূসকে এক বিশেষ সম্মাননা প্রদান করে। প্রফেসর ইউনূসকে প্রদত্ত এই সম্মাননা অনুষ্ঠানটিকে ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকীর একটি অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল। কূটনৈতিক সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠানটিতে ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্ত ফিলিপিনোদের পুরস্কারে ভূষিত করা হয়।
ফাউন্ডেশনের সভাপতি মিস সুসান আফান তার সূচনা বক্তব্যে বলেন যে, ১৯৮৪ সালে প্রফেসর ইউনূসকে প্রদত্ত ম্যাগসাইসাই পুরস্কারটি তার প্রথম আন্তর্জাতিক সম্মাননা যা প্রফেসর ইউনূসের নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির ২০ বছরেরও আগে প্রদান করা হয়েছিল। মিস সুসান কিভাবে প্রফেসর ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ মডেল সারা বিশ্বে কোটি কোটি মানুষের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার বিবরণ দেন।
‘সেলিব্রেটিং গ্রেটনেস অব স্পিরিট’ নামের একটি ফাউন্ডেশন প্রফেসর ইউনূস এবং ফিলিপাইনের ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তদের তাঁদের একটি করে প্রতিকৃতি উপহার দেয়। এই অনুষ্ঠানে র্যামন ম্যাগসাইসাই পুরস্কারের ৬৫তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ ভলিউম ‘গ্রেটনেস অব স্পিরিট : স্টোরিজ অব লাভ কারেজ অ্যাড সার্ভিস’ উপস্থাপন করা হয়। ১৮ জন রাষ্ট্রদূত এবং ম্যাগসাইসাই পরিবারের সদস্যসহ ফিলিপিনো সমাজের ১৩০ জন উচ্চপদস্থ ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা