ইমরান খানের কারাবন্দী আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৩ জুলাই ২০২৪, ০১:৫০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়মবহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছে জাতিসঙ্ঘের একটি মানবাধিকার সংস্থা। সোমবার জারি করা মতামতে, জেনেভাভিত্তিক জাতিসঙ্ঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন অবিলম্বে তার মুক্তি দাবি করেছে। জাতিসঙ্ঘ হিউম্যান রাইটস কাউন্সিলের সাথে কাজ করে এই ওয়ার্কিং গ্রুপটি। তাদের দাবি, আন্তর্জাতিক আইন অনুসারে ইমরান খানকে ক্ষতিপূরণ দেয়া উচিত। আলজাজিরা।
ওয়ার্কিং গ্রুপটি আরো জানিয়েছে, তাকে আটক করে রাখার কোনো আইনি ভিত্তি নেই। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এসব করা হয়েছে বলেও মতামতে উল্লেখ করা হয়েছে। গত ২৫ মার্চ এই মতামত জারি করেছিল জাতিসঙ্ঘের ওয়ার্কিং গ্রুপ। কিন্তু সোমবার তা প্রকাশ করা হয়েছে। পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত এই গ্রুপটি। যদিও তাদের জারি করা মতামত বাধ্যতামূলক নয়। তারপরও তাদের মতামত গুরুত্ব বহন করে।
ওয়ার্কিং গ্রুপের জারি করা মতামতে আরো বলা হয়েছে, ৮ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের আগে খানের দলের সদস্যদের গ্রেফতার ও নির্যাতন করা হয়েছে। তাদেরকে সমাবেশে বাধা দেয়া হয়েছে। এ ছাড়া নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপির অভিযোগও করেন তারা। পাকিস্তান সরকার অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। আর নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেছে দেশটির নির্বাচন কমিশন। ২০২২ সালের এপ্রিলে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে ২০০টিরও বেশি মামলা করা হয়েছে। গত আগস্ট থেকেই কারাবন্দী রয়েছেন তিনি।