রোমানিয়াকে হারিয়ে কোয়ার্টারে নেদারল্যান্ডস
- ক্রীড়া ডেস্ক
- ০৩ জুলাই ২০২৪, ০১:৪৯
গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রিয়ার কাছে হার। যা তাদের গ্রুপে তিন নম্বর পজিশনে নিয়ে যায়। এরপরও নেদারল্যান্ডস দ্বিতীয় রাউন্ডে উঠে চারটি সেরা তিন দলের একটি হয়ে। তবে দ্বিতীয় রাউন্ডে কোনো বিপদে পড়তে হয়নি নেদারল্যান্ডসকে। গতকাল নক আউটের প্রথম ধাপের ম্যাচে ডাচরা ৩-০ গোলে হারায় রোমানিয়াকে। ডাচদের নতুন তারকা কোডি গাপকো। লিভারপুলের এই ফরোয়ার্ড ২০ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর আরেকটি গোল করেন গাপকো। তবে সেই গোল বাতিল হয় অফসাইডে। ৮৩ মিনিটে গাপকোর পাস থেকে স্কোর দ্বিগুণ করেন বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা ডোনেল মালেন। এরপর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে মালেন কাউন্টার অ্যাটাক থেকে নিজ সীমানায় বলের দখল নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে স্কোর ৩-০ করেন। নেদারল্যান্ডস আগামী ৬ জুলাই রাতে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে তুরস্ক ও অস্ট্রিয়ার মধ্যকার জয়ী দলে সাথে। গত মধ্য রাতে তুরস্ক ও অস্ট্রিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়। এর আগে পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইজারল্যান্ড ও ইংল্যান্ড কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে। শেষ আটে ৫ জুলাই স্পেন ও জার্মানি, পর্তুগাল ও ফ্রান্স এবং ৬ জুলাই ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের ম্যাচ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা