ঘাটাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যা
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ০১ জুলাই ২০২৪, ০০:০০, আপডেট: ৩০ জুন ২০২৪, ২৩:৫১
টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। মনির উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামের সমর আলীর ছেলে। গত শনিবার রাত সন্ধ্যা ৬টায় উপজেলার সন্ধানপুর ইউনিয়নের সন্ধানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জেমি উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের জামাল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায় , মনির পেশায় একজন শ্রমিক। স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিককলহ আগে থেকেই ছিল। শনিবার সন্ধায় গৃহবধূ রান্না করতে ছিল। এ সময় ছেলে সোহান কান্নাকাটি করায় স্বামী মনির হোসেন স্ত্রীকে তলপেটে লাথি, কিলঘুষি মারে ও গলায় চেপে ধরে। পরে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকজন প্রথমে জেমিকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। অবস্থায় গুরতর হওয়ায় টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে শনিবার রাতে জেমি মারা যান।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতারের করা হয়েছে। মনিরের মাকেও হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা