১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কেন্দুয়ায় ব্রয়লার মুরগি পালন ও রোগ প্রতিরোধ বিষয়ক সেমিনার

-

কেন্দুয়ায় বিজ্ঞানসম্মত উপায়ে ব্রয়লার মুরগি পালনে ‘গৃহ ব্যবস্থাপনা ও রোগ প্রতিরোধ’ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কেন্দুয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে একতা পোল্ট্রি ফিড ও নিউহোপ ফার্মস বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে এ সেমিনারে উপজেলার ৩২ জন ব্রয়লার পোল্ট্রি খামারি অংশ নেন।
সেমিনারে নিউহোপ ফার্মসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোস্তাফিজুর রহমান বলেন, প্রান্তিক খামারিদের বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনায় উৎসাহিত করার লক্ষ্যে এসব সেমিনারের আয়োজন করা হয়। একতা পোল্ট্রি ফিডের কর্ণধার আলমগীর চৌধুরী বলেন, প্রান্তিক খামারিরা দেশের মানুষকে খাদ্যের জোগান দেন। তাদেরকে সঠিক ব্যবস্থাপনা শিখাতে কেন্দুয়ায় এ সেমিনারের উদ্যোগ নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement