১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাঙ্গুনিয়া গোডাউন সড়কে অবৈধ স্থাপনার কারণে তীব্র যানজট : উচ্ছেদের নোটিশ

-

কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন মোড় এলাকায় অবৈধ স্থাপনার কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে সাধারণ মানুষের। এরইমধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। নোটিশ পেয়ে স্বেচ্ছায় কয়েকটি স্থাপনা সরিয়ে নেয়া হলেও অনেক স্থাপনা এখনো সদম্বে দাঁড়িয়ে আছে।
গত শুক্রবার সরেজমিন দেখা যায়, গোডাউন পাশ ঘেঁষে সড়কের দু’পাশে গরুর খামার, গ্যারেজ, টিকিট কাউন্টার, চায়ের দোকান, বালুমহালসহ আরো অনেক অবৈধ স্থাপনা রয়েছে। রাজারহাট-ক্ষেত্রবাজার সড়কের গোডাউন মুখ এলাকায় অবৈধ সিএনজি অটোরিকশা স্টেশন করে শত শত গাড়ি সেখানে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হয়েছে। এসব পরিবহন চলাচলে নেই কোনো নিয়ম-শৃঙ্খলা।
জানা যায়, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলা খাদ্য গুদাম (গোডাউন) মোড় এলাকায় বিগত কয়েক যুগ ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক পরিচয়ে একাধিক অবৈধ স্থাপনা নির্মাণ করে লাখ লাখ টাকার বানিজ্য চালিয়ে যাচ্ছে। সিএনজি অটোরিকশা চালক মহির উদ্দিন বলেন, গোডাউন এলাকায় একাধিক স্থাপনার কারণে সড়কের দু’পাশে প্রায়ই সময় যানজট লেগে থাকে। শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। পানি চলাচলের ড্রেনের জায়গাও অবৈধ দখলে নিয়ে পানি নিষ্কাশনে পথ বন্ধ করে দেয়া হয়েছে। এতে সড়কের ওপর বর্ষার পানি জমে দুর্ভোগ আরো বাড়িয়ে দিচ্ছে।
যাত্রী রফিক, শান্ত, জসিম জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকতে হয়। এসব বিষয়ে বিভিন্ন চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে বিরূপ মন্তব্য করছে। গোডাউন এলাকায় সড়কে বিশৃঙ্খলা বিষয়ে প্রশাসনের নজরে আসার পর সম্প্রতি স্থাপনাগুলো সরানোর নোটিশ দেয়া হয়েছে। নিজ উদ্যোগে যার যার স্থাপনা সরিয়ে না নিলে উচ্ছেদসহ তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গোডাউন এলাকা যানজট নিরসনে সড়কের উত্তর পাশে খাদ্য গুদামের দেয়াল ঘেঁষে ২০টি অবৈধ স্থাপনা সরিয়ে নেয়া হচ্ছে। সেখানে পানি চলাচলের ড্রেন নির্মাণ করবে সড়ক ও জনপদ বিভাগ। এ ছাড়া অবশিষ্ট অংশে সড়ক প্রশস্তকরণের কাজ করা হবে। এ ছাড়া যানজট নিরসনে স্টেশনের অটোরিকশা স্টেশন সরিয়ে নিতেও নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।


আরো সংবাদ



premium cement