০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সার্বিয়ায় ইসরাইলি দূতাবাসের সামনে তীর হামলা, হতাহত ২

-

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে ইসরাইলি দূতাবাসের সামনে এক হামলাকারীর ধনুক থেকে ছোড়া তীরের আঘাতে দেশটির এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল শনিবার দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত ওই কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছোড়েন হামলাকারী। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হন।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক সাংবাদিকদের বলেছেন, আততায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে পুলিশ। একই সাথে এই ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন তিনি।
ড্যাসিকের বরাত দিয়ে সার্বিয়ান বার্তা সংস্থা তানজুগ বলেছে, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। তবে হামলায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি বলে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েজে।
সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, যে পুলিশ কর্মকর্তাকে আক্রমণ করা হয়েছিল, তার ঘাড়ে তীর লেগেছে। পরে হামলাকারীকে লক্ষ্য করে কয়েকটি গুলি চালান পুলিশ কর্মকর্তারা। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনি।
এক বিবৃতিতে মন্ত্রী ড্যাসিক বলেছেন, এটি সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ইসরাইলি দূতাবাসের সামনে হামলার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বেলগ্রেডে ইসরাইলি দূতাবাসের কাছাকাছি এলাকায় সন্ত্রাসী হামলার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার পর দূতাবাস বন্ধ রয়েছে এবং দূতাবাসের কোনো কর্মী আহত হননি। হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরাইলে নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়ে ইসরাইলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে স্টকহোমে ইসরাইলের দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়।


আরো সংবাদ



premium cement