১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কাঁচপুরে রহিম স্টিলে অগ্নিকাণ্ড, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণ

কাঁচপুর এলাকায় রহিম এনার্জি লিমিটেডে গতকাল বৈদ্যুতিক টান্সফরমার বুস ফেটে আগুন ধরে যায় : নয়া দিগন্ত -

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় রহিম স্টিল নামের একটি কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক টান্সফরমা বুস ফেটে এ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর ব্রিজ মডার্ন ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ। ঘটনার সময় রহিম স্টিলে কর্মরত শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা যায়, উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অবস্থিত রহিম স্টিল কোম্পানির অভ্যন্তরে রহিম এনার্জি লিমিটেডে সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়ে বৈদ্যুতিক টান্সফর্মা বুস ফেটে আগুন ধরে যায়। এসময় আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে একটি বৈদ্যুতিক টান্সফর্মা ক্ষতিগ্রস্ত হলে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
রহিম স্টিলের শ্রমিক কবির হোসেন বলেন, সকালে সাড়ে ৮টার দিকে রহিম স্টিলের ভেতরে হঠাৎ বিকট শব্দ হয়ে আগুন ধরে যায়। এতে রহিম স্টিলে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী আতঙ্কিত হয়ে পড়ে। আগুন লাগার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি বৈদ্যুতিক টান্সফর্মা ক্ষতিগ্রস্ত হলে হাতহতের কোনো ঘটনা ঘটেনি।


আরো সংবাদ



premium cement