ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড
- ক্রীড়া প্রতিবেদক
- ২৮ জুন ২০২৪, ০০:০৫
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও প্রথম আসরের চথ্যাম্পিয়ন ভারত। টি-২০ র্যাংকিংয়ে বর্তমানে নাম্বার ওয়ান ভারত আর চ্যাম্পিয়ন ইংল্যান্ড ম্যাচের আগে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছিল, গায়ানায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল হয়েছেও তাই। ম্যাচ শুরু হতে বিলম্ব। অবশেষে বৃষ্টি থেমে আকাশে উঁকি দিয়েছে সূর্য।
গ্রুপ পর্ব থেকেই এখন পর্যন্ত অপরাজিত থেকে সেমিফাইনালে ভারত। অপর দিকে প্রথম পর্বেই বাদ পড়ার শঙ্কা এড়িয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভারতের সামনে ইংল্যান্ড। মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ২৩ ম্যাচে ভারতের জয় ১২টি, ইংল্যান্ড জিতেছে বাকি ১১টি। আর টি-২০ বিশ্বকাপে মুখোমুখি চার ম্যাচে দুই দলেরই জয় দু’টি করে। সবশেষ ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে রোহিত শর্মার দলকে ১০ উইকেটে হারিয়েছিল জস বাটলারের দল।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল পঞ্চম দেখায় টস জিতে ইংল্যান্ড অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও প্রথম বল মাঠে গড়ায় ৯.৪৫ মিনিটে। ভারত ইনিংসের সূচনা করতে নামেন অধিনায়ক রোহিত ও অভিজ্ঞ ব্যাটার বিরাট কোহলি। বোলার ছিলেন রিচ টপলি। প্রথম বল গুড লেন্থে আউটসুইং ডেলিভারিতে পরাস্ত রোহিত। পরের বলেই থার্ডম্যানের ওপর দিয়ে চারের মাধ্যমে দলীয় ও ব্যক্তিগত রানের খাতা খুললেন রোহিত। পরের বলে এক রান। প্রথম ওভারে ৬ রান। দ্বিতীয় ওভারের জেফরা আর্চারের প্রথম বলে পরাস্ত কোহলি।
৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২১ রান। ৯ রানে আউট হন বিরাট কোহলি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ রানে ব্যাট করছিলেন রোহিত ও অপর প্রান্তে ১ রান নিয়ে অপরাজিত ছিলেন ঋষভ পন্ত।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা