০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
রয়েছেন বাংলাদেশীরাও

জরিমানা দিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন ৭০ হাজার প্রবাসী

-

মোট ৭৯ হাজার ২৩১ জন বিদেশী নাগরিক মালয়েশিয়ার অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচির (পিআরএম) মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন।
গতকাল বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী, দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেছেন, এই সংখ্যার মধ্যে মোট ৬৮ হাজার ৯০০ বিদেশীকে তাদের নিজ নিজ দূতাবাসের সহায়তায় অভিবাসন আইন অনুসারে তাদের ওপর আরোপিত জরিমানা পরিশোধ করার পরে প্রত্যাবাসন করা হয়েছে। ‘ফেরত পাঠানোর আগে, আমরা তাদেরকে কম্পাউন্ড পরিশোধ করতে বলেছিলাম এবং আমরা প্রায় ৪০ হাজার রিংগিত কম্পাউন্ড সংগ্রহ করেছি।
‘যে চারটি দেশে সবচেয়ে বেশি মানুষ আত্মসমর্পণ করেছে সেগুলো হলো ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত ও পাকিস্তান’- তিনি গতকাল দেওয়ান রাক্যেতে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান। তবে এর মধ্যে কতজন বাংলাদেশী অভিবাসী নিজ দেশে ফিরেছে তা জানা যায়নি।
এই দেশে নথিপত্র নেই এমন বিদেশীদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপের পরিমাণ সম্পর্কে দাতুক ড. নিক মুহাম্মদ জাওয়াই সাল্লেহের (পিএন-পাসির পুতেহ) অতিরিক্ত প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।


আরো সংবাদ



premium cement