বান্দরবানে কেএনএফের আস্তানায় যৌথবাহিনীর অভিযান : নিহত ১
- বান্দরবান প্রতিনিধি
- ২৭ জুন ২০২৪, ০১:০৪
বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের সদস্য নিহত ও একজন আটক হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম। অভিযানের সময় আইডি বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে রুমা উপজেলার রেমাক্রি প্রাংশা ইউনিয়নের দুর্গম সিমৎলাংপি পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।
হতাহতদের এখনো পরিচয় পাওয়া না গেলেও থানচি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো: রায়হান কাজেমী ওই এলাকা থেকে একজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা গতকাল সকালে রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সিমৎলাংপি পাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে কেএনএফের ঘাঁটিতে অভিযানের সময় একজন আটক ও অপরজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ কেএনএফ সদস্য মারা যায়। সেখান থেকে উদ্ধার করা হয় দু’টি দেশীয় তৈরি বন্দুক কার্তুজ ও বিপুল পরিমাণ সরঞ্জাম। অভিযানের সময় কেএনএফের পুঁতে রাখা আইডি (ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে স্থানীয় দু’জন আহত হন। এ ঘটনার পর ওই এলাকায় এখনো যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলছে।
গত ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় কেএনএফ সদস্যরা হামলা চালিয়ে অস্ত্র গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর সেনাবাহিনী নেতৃত্বে যৌথ বাহিনী রুমা রোয়াংছড়ি ও থানচি উপজেলায় অভিযান পরিচালনা করছে। এই অভিযানে এ পর্যন্ত ২২টি মামলায় ১০৯ জন গ্রেফতার হয়েছে। নিহত হয়েছে কেএনএফের সন্দেহভাজন সাত সদস্য।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা