সহজ জয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
- ক্রীড়া প্রতিবেদক
- ২৪ জুন ২০২৪, ০০:০৫, আপডেট: ২৪ জুন ২০২৪, ০০:৩৬
১৮তম ওভারের শেষ বলে হরমিত সিংকে ফেরালেন স্যাম কারান। পরের ওভারে ক্রিস জর্ডানের বোলিং তাণ্ডব। ওভারের প্রথম বলে তিনি ফেরান কোরি অ্যান্ডারসনকে। পরের বল ডট। পরের তিন বলে একে একে আলী খান, নস্টুশ কেনজিগে ও সৌরভ নেত্রভালকরকে সরাসরি বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৩৫ বছর বয়সী ডান হাতি এই পেসার। ১১৫ রানেই অলআউট যুক্তরাষ্ট্র। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে ইংল্যান্ডের লক্ষ্য ছুঁতে হতো ১৮.৪ ওভারের মধ্যে। তাদের লাগে কেবল ৯.৪ ওভার। অল্প রানকে তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১১৭ রান করে ইংল্যান্ড। ২.৪ ওভারে ১০ রানের বিনিময়ে ৪ উইকেট নেন ক্রিস জর্ডান। আর ৪ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আদিল রশিদ।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে গতকাল দলে একটি পরিবর্তন আনে ইংল্যান্ড। মার্ক উডের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েই কাজে লাগান ক্রিস জর্ডান। যুক্তরাষ্ট্রের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক জস বাটলার। শুধু জিতলেই হবে না, প্রয়োজনীয় রান রেটও অর্জন করে নিতে হবে ইংল্যান্ডের। শেষ পর্যন্ত তাই করল টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। তিন ম্যাচ শেষে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এ টপার ইংলিশরা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে রান রেটে তাদের পেছনে থেকে দুইয়ে দক্ষিণ আফ্রিকা।
১১৬ রানের লক্ষ্যকে তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটিং তাণ্ডবে ৯.৪ ওভারেই গন্তব্যে পৌঁছে ইংল্যান্ড। বিশেষ করে মারমুখী ছিলেন অধিনায়ক জস বাটলার। যুক্তরাষ্ট্রের বোলারদের তুলোধুনো করে ছাড়েন তিনি। ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। অপর প্রান্তে ২১ বলে ২৫ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট।
টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিলেও সেই ধারা ধরে রাখতে পারেনি পরের রাউন্ডে। প্রথম দুই ম্যাচ হেরে আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল আইসিসির পূর্ণ সদস্য দেশ পাকিস্তানকে গ্রুপ পর্বে হারানো এই সহযোগী দেশটির। ইংলিশদের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচেও নি®প্রভ ছিল তাদের ব্যাটিং লাইনআপ।
নিজেদের শেষ ম্যাচে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলেই দলীয় ৯ রানে উইকেট হারায় যুক্তরাষ্ট্র। ব্যক্তিগত ৮ রানে টপলির বলে সল্টকে ক্যাচ দিয়ে ফেরেন আন্দ্রেস গাউস। ৪৩ রানে দ্বিতীয় উইকেটের পতন স্টিভেন টেলর। স্যাম কারানের বলে মঈন আলী ক্যাচ নেন ১২ রান করা টেলরের। এরপর ৫৬ ও ৬৭ রানে দুই উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যাকফুটে করে ফেলেন আদিল রশিদ। ৩০ রান করা নীতিশ কুমার ও দলীয় অধিনায়ক অ্যারন জোন্সকে ১০ রানে সরাসরি বোল্ড করেন ৩৬ বছর বয়সী এই লেগ স্পিনার। দলীয় ৮৮ রানে পঞ্চম উইকেটের পতন যুক্তরাষ্ট্রর। লিভিংস্টোনকে খেলতে গিয়ে উইকেটরক্ষকের তালুবন্দী হন ৪ রান করা মিলিন্দ কুমার। এরপর জর্ডানঝড়ে শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে অলআউট হয় যুক্তরাষ্ট্র। জর্ডান ৪টি, রশিদ ও স্যাম কারান দু’টি করে, একটি করে উইকেট নেন রিচ টপলি ও স্যাম কারান।