০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ১ মহররম ১৪৪৬
`

উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা

আবারো শুরু হতে পারে বন্যা
-

আপাতত বৃষ্টি কিছুটা কমে গেলেও দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আবারো ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে উত্তর-পূর্বাঞ্চলে বিরাজমান বন্যা শেষ না হতেই আবারো শুরু হতে পারে। অন্য দিকে উত্তরাঞ্চলের তিস্তা ও এর শাখা নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং তিস্তার কোনো কোনো পয়েন্টে আবারো পানি উপচে বন্যা হয়ে যেতে পারে। আবহাওয়ার দফতর থেকে আগামী মঙ্গলবার থেকেই দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। বর্তমানে দেশের বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ৪টি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের প্রায় সব ক’টি নদীর পানি হ্রাস পেতে থাকলেও উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। অমলশীদে কুশিয়ারা গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ সেন্টিমিটার পানি বেড়েছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের অন্য নদীগুলোর পানি কমা সত্ত্বেও গতকাল সুরমা, কুশিয়ারা, পুরাতন সুরমা ও সুমেশ্বরী নদীর পানি ৬ স্টেশনে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এসব নদীর পানি বিপদ সীমার নিচে নেমে আসার আগেই দেশের অভ্যন্তরভাগের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে এসব নদী তীরবর্তী অঞ্চলে আবারো বন্যা দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।

গতকাল পর্যন্ত কানাইঘাটে সুরমা ২৩ সেন্টিমিটার, অমলশীদে কুশিয়ারা ২৯ সেন্টিমিটার, মারকুলীতে কুশিয়ারা ৩৩ সেন্টিমিটার, দিরাইতে পুরাতন সুরমা ১৫ সেন্টিমিটার, শেরপুর-সিলেটে কুশিয়ারা বিপদ সীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া নেত্রকোনার কলমাকান্দায় সুমেশ্বরী বিপদ সীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ড পর্যবেক্ষণ করে দেশের নদ-নদীগুলোর এমন ১১০ স্টেশনের মধ্যে গতকাল ৫৫ স্টেশনে পানি বৃদ্ধি পেয়েছে এবং কমেছে ৫৪ স্টেশনের পানি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল নেত্রকোনায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।


আরো সংবাদ



premium cement
বগুড়ায় রথযাত্রায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে, তদন্ত কমিটি গঠন ঋণ বা আর্থিক সহায়তার জন্য বাংলাদেশ কেন বারবার চীনের দ্বারস্থ হয় প্রধানমন্ত্রী আজ চীন সফরে যাচ্ছেন ন্যাটো সম্মেলনে রাশিয়া-উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে ফ্রান্সে বাম বিপ্লবে ত্রিশঙ্কু পার্লামেন্টের শঙ্কা পাশ্চাত্যের অবরোধ কাটিয়ে যেভাবে উচ্চ আয়ের দেশ হলো রাশিয়া চীনা ‘গুপ্তচর’ জাহাজকে নোঙরের অনুমতি লঙ্কার, চিন্তায় ভারত নেতানিয়াহুর নতুন ৪ আবদার, আলোচনার বুকে ছুরিকাঘাত! মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর ইয়ামালকে নিয়েই শিরোপার স্বপ্ন স্পেনের লঙ্কান প্রিমিয়ার লিগে ভিন্ন অভিজ্ঞতা বাংলাদেশীদের

সকল