১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউরকে আইআরডিতে বদলি

সোনালী ব্যাংকের পরিচালক পদ থেকে বাদ
-

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আলোচিত কর্মকর্তা মতিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে (আইআরডি) সংযুক্ত করা হয়েছে।
গতকাল রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্য দিকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে তাকে বাদ দেয়া হচ্ছে।
মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মো: মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। কিন্তু জনস্বার্থ বিষয়টি কী সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।
এ দিকে নিজ ছেলের ‘ছাগলকাণ্ডে আলোচিত এই এনবিআর কর্মকর্তা রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০২২ সালে তাকে এই পদে নিয়োগ দেয়া হয়। তবে গতকাল ব্যাংকের পর্ষদ সভায় যোগ দিতে তাকে নিষেধ করা হয়েছিল। এরই প্রেক্ষাপটে তিনি আর বোর্ড সভায় যোগ দেননি।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, চলতি সপ্তাহের শেষের দিকে তাকে পরিচালকের পদ থেকে অপসারণ করা হতে পারে।
সোনালী ব্যাংকের এক সূত্র জানিয়েছে, গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত পর্ষদ সভায় মতিউরকে যোগ না দিতে আগেই বলা হয়েছিল। এ ছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মৌখিকভাবে সোনালী ব্যাংককে জানিয়েছে, মতিউর রহমান যেন আজকের বোর্ড মিটিংয়ে উপস্থিত না হন। এর পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংকও মতিউর রহমানকে সভায় যোগ না দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়।
এ দিকে মতিউর রহমানকে অপসারণ করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। অর্থমন্ত্রী বর্তমানে ভিয়েনায় অবস্থান করায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আগামী ২৭ জুন মন্ত্রী দেশে ফেরা পর্যন্ত মতিউর রহমান পদে বহাল থাকতে পারেন। উল্লেখ্য, মতিউর রহমান কিছু দিন ধরে আলোচনায় আসেন তার ছেলের কারণে। কোরবানির ঈদে সাদেক অ্যাগ্রো নামে একটি খামার থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন; মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকার বিষয়ে একের পর এক খবর প্রকাশিত হতে থাকে।
এনবিআরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনের ১১তলায় একটি অফিস কক্ষে বসেন। গতকাল রোববার তার দফতরে গিয়ে দেখা যায় তিনি অফিসে আসেননি। তার দফতরের কর্মচারীরা জানান, ঈদের পর মতিউর রহমান আর অফিসে আসেননি। এখন দেখা যাবে আজ বদলিকৃত তার নতুন অফিস সচিবালয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে তিনি যোগদান করেন কি না।
তবে এনবিআর এক সূত্র জানিয়েছে, তাকে আপাতত ছুটিতে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সে অনুযায়ী তিনি গতকাল ছুটির দরখাস্ত দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি ৩৭৩ রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ

সকল