পেসমেকার বসানো হয়েছে খালেদা জিয়ার হৃদযন্ত্রে
- বিশেষ সংবাদদাতা
- ২৪ জুন ২০২৪, ০০:০৫
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার হৃদযন্ত্রে এই পেসমেকার বসানো হয়।
চিকিৎসকরা বলেছেন, পেসমেকার হলো হৃদস্পন্দন নিয়মিত রাখার কৃত্রিম বৈদ্যুতিক যন্ত্র, যা বৈদ্যুতিক স্পন্দন তৈরি করে হৃদপেশিতে পাঠায় এবং হৃৎপিণ্ডের গতিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।
বেগম জিয়া অন্যান্য শারীরিক জটিলতার পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। গত শুক্রবার গভীর রাতে তাকে এই হার্টের সমস্যার কারণে জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, হাসপাতালে ভর্তি করার পর বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড দফায় দফায় বৈঠক করে তার হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গতকাল বিকেল ৪টা ২৫ মিনিটে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে পেসমেকার বসানোর প্রক্রিয়া সফলভাবে শেষ করে একটি বিশেষজ্ঞ চিকিৎসক টিম।
বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেন, ম্যাডামের হৃদরোগের সমস্যা পূর্ব থেকেই ছিল। তার হার্টে ব্লক ছিল, একটা স্টেনটিংও করা ছিল। সব কিছু পর্যালোচনা করে মেডিক্যাল বোর্ড ম্যাডামের হার্টে পেসমেকার বসানোর সিদ্ধান্ত নেয়। সন্ধ্যা ৭ টায় পেসমেকার বসানোর প্রক্রিয়া শেষ হয়।
চিকিৎসকরা জানান, পেসমেকার হৃদযন্ত্রের নিয়মিত ছন্দে চলতে সাহায্য করে। যখন হৃদযন্ত্রের স্পন্দন ঠিকমতো চলছে কি না সেটাও এই যন্ত্র তদারকি করে। হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রাচীরে উপর দিকে অবস্থিত বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ, যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃদস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে এই পেসমেকার।
বিএনপির সিনিয়র এক নেতা বলেন, খালেদা জিয়ার অবস্থা খুব বেশি ভালো নয়। গত দুই দিনে তার সঙ্গে চিকিৎসকরা ছাড়া দলের কোনো নেতা দেখা করতে পারেননি। সাধারণত আগে দলের মহাসচিব তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন। এবার তিনিও তাকে দেখতে পারেননি। মেডিক্যাল বোর্ড চিকিৎসার বিষয়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে। যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের জানানো হচ্ছে।
জানা গেছে, মেডিক্যাল বোর্ডের চিকিৎসক-নার্স ছাড়া খালেদা জিয়ার কক্ষে সবার প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দলীয় প্রধানের কাছে যেতে না পারলেও তাকে দেখতে শনিবারের মতো গতকাল রোববার সকাল থেকে হাসপাতালে নেতাকর্মীরা ভিড় করেন।
হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিসকদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে বেগম জিয়া চিকিৎসাধীন আছেন। পেসমেকার বসানোর পর বেগম জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা