আমতলীতে ব্রিজ ভেঙে বরযাত্রীর গাড়ি খালে পড়ে নিহত ১০
অন্যান্য স্থানে নিহত আরো ১১ জন- নয়া দিগন্ত ডেস্ক
- ২৩ জুন ২০২৪, ০৩:০৪
বরগুনার আমতলীতে একটি ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে বরযাত্রীবাহী মাইক্রো বাস খালে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১১ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর, ঢাকার দোহার, টাঙ্গাইলের মির্জাপুর, বাগেরহাটের ফকিরহাট, নাটোরের লালপুর, কুষ্টিয়ার বেড়ামারা ও ময়মনসিংহ জেলার ভালুকায় সড়ক দুর্ঘটনায় আরো ১১ জন নিহত হয়েছেন।
বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে বরযাত্রী বহনকারী দু’টি গাড়ি খালে পড়ে গেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছে আরো ১১ জন। গতকাল শনিবার ২২ জুন দুপুরে উপজেলার হলদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নয়া দিগন্তকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। এ সময় তিনি বলেন, সেতু ভেঙে মাইক্রো বাস খালে পড়ার ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে ৯ লাশ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক বলেন, গাড়িটি ঝুঁকিপূর্ণ সেতু পার হতে গিয়ে ভেঙে খালে পড়ে ডুবে যায়। আমরা এখন পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গাড়িতে থাকা ব্যক্তিদের ভাষ্য অনুসারে আরো তিনজন গাড়িটিতে ছিল। ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং বাসিন্দারা খালে ডুবে যাওয়া গাড়ি ও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন বলেন, গতকালকে আমতলী উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের ছেলে স্কুলশিক্ষক মনিরুল ইসলামের বিয়ের অনুষ্ঠান শেষ হয়েছে। মনিরুলের শ্বশুরবাড়ি মাদারীপুরে। সেখান থেকে মাইক্রো বাসে করে অতিথিরা এসেছিলেন। আজকে শনিবার দুপুরে গাড়ি নিয়ে তারা ঘুরতে বেরিয়ে ছিলেন। মাইক্রো বাসটির সাথে ছয়-সাতজন যাত্রী নিয়ে আরেকটি ইজিবাইক ছিল। দু’টি গাড়ি সেতুটি পার হতে গিয়ে ভেঙে নিচে পড়ে যায়। ইজিবাইকের যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও মাইক্রো বাসের মধ্যে ৯ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর হোসেন ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বলেন, আমি এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিখোঁজ রয়েছেন কমপক্ষে আরো তিনজন। তবে এ মাইক্রো বাসটি এখনো পানির নিচে রয়েছে ।
বাসস জানায়, ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক তিন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস ভ্যানচালক রিপন শেখকে (৩৮) চাপা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রিপন শেখ মুকসুদপুরের ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।
অন্য দিকে গত শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় ঘোনাপাড়ায় মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ফালগুনী পরিবহনের হেলপার মিলন (৪৫) নিহত হন। এ সময় ইজিবাইকের পাঁচ যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতের বাড়ি খুলনা।
অন্য দিকে একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ নিলমনী বিশ্বাস (৬৫)। এ সময় বাসচাপায় নিলমনী বিশ্বাস মারাত্মক আহত হন। তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াই শ’ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো: খায়রুল আনাম ও ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।
বাসস জানায়, ঢাকা-নবাবগঞ্জ-দোহার আঞ্চলিক সড়কের যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র ও সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কলেজছাত্রীসহ আরো চারজন।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আবদুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো: শাহীন (২৫)। নিহত শেখ আবদুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও শাহীন জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। এ ঘটনায় আহত কলেজছাত্রী মিম (২৭) সহ চারজনকে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে জয়পাড়া কলেজ মোড় থেকে চালক পাঁচ যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাযোগে কেরানীগঞ্জের কদমতলী যাচ্ছিলেন। নবাবগঞ্জ ও সিরাজদিখান সীমান্তবর্তী খারসুর তালতলা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
বাসস জানান, টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোল্লা (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার ভাওড়া ইউনিয়নের আমরাইল গ্রামের আবুল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, চালক রুবেল মোল্লা সকালে লেগুনা নিয়ে মির্জাপুর থেকে চন্দ্রার উদ্দেশে যাত্রাকালে মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় যাত্রীবাহী একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কা খেয়ে সামনে থাকা অপর একটি বাসের সাথে ধাক্কা লেগে লেগুনার সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন লেগুনার চালক রুবেল।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিসুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।
ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাট জেলার ফকিরহাটে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজং ইউনিয়নের মহাদেবের দোকানসংলগ্ন স্থানে এই মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÑ মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র। এ সময় নিহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম (৩৫) গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফকিরহাট উপজেলা হাপাতালে ভর্তি করা হয়েছে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় রেহেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা ১টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এ ঘটনা ঘটে। রেহেনা একই এলাকার আনসার আলীর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, রাস্তা পারাপারের সময় রাজশাহী থেকে ঈশ্বরদীগামী একটি দ্রুতগামী প্রাইভেট কার ধাক্কা দিলে রেহেনা আহত হন। পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা জানান, কুষ্টিয়ার ভেড়ামারার ভাঙ্গাপুলে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছে। নিহত সাইকেল চালক আবদুস সালামের বাড়ি ভেড়ামারা উপজেলার মাওলাহাবাসপুর গ্রামে।
ভেড়ামারা থানার অফিসার ইনবার্জ জহুরুল ইসলাম জহির বলেন, গতকাল বেলা ১১ সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে ভাঙ্গাপুল নামক স্থানে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাইকেল চালক আবদুস সালাম (৫৫) নিহত হন।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় রাজু আহমেদ (৬৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ সদরের শোলাকিয়া এলাকার মরহুম সায়েম উদ্দিনের ছেলে। গতকাল শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের খন্দকারপাড়ায় ছোট বোনের বাসায় থেকে রাজমিস্ত্রির জোগালির কাজ করতেন রাজু আহমেদ। শনিবার সকালে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সিডস্টোর কাঁচাবাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। ওই সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা