জয়ে সুপার এইট শুরু ভারতের
- ক্রীড়া প্রতিবেদক
- ২১ জুন ২০২৪, ০২:৪৬
টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ রোহিত শর্মা। অধিনায়কের মতো সাবেক অধিনায়ক বিরাট কোহলিও রান পাচ্ছেন না। যদিও গতকাল সুপার এইটের ম্যাচে ২৪ রান আসে কোহলির ব্যাট থেকে। এই স্কোর মোটেই সন্তোষজনক নয়। দুই অভিজ্ঞ ব্যাটারের এই দৈন্যদশা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ১৮১ রান সংগ্রহ ভারতের। রশিদ খান আর ফজল হক ফারুকির বোলিং ঝড় সামলিয়ে ভারতের এই সংগ্রহের নেপথ্যে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারদের দায়িত্বপূর্ণ ঝড়ো ব্যাটিং। এরপর দলকে অপরাজিত রাখার বাকি কাজটা সারেন জাসপ্রিত বুমরাহ, আশ্বদ্বীপ সিংরা। এতে ২০ ওভারে ১৩৪ রানে অলআউট আফগানরা। ফলে ৪৭ রানের জয়ে এবারের টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব শুরু করেছে সাবেক চ্যাম্পিয়নরা।
বার্বাডোজের ব্রিজটাউনে টসে জিতে ব্যাটিংয়ে যায় ভারত। তবে রশিদ ও ফারুকির আগুন ঝরা বোলিংয়ে ৮.৩ ওভারে ৬২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। আগের দুই ম্যাচে ৩ ও ৯ রান করা রোহিত ৮ রান করে ফারুকির বলে রশিদের হাতে ধরা দেন। কোহলি, রিশাভ পান্থ ( ১১ বলে ২০) ও শিভান দুবেকে আউট করেন রশিদ। এরপর ৫ চার ও ৩ ছক্কায় ২৮ বলে ৫৩ করা সূর্যকুমার যাদবকে মোহাম্মদ নবির হাতে বন্দী করান ফজল হক ফারুকি। পরবর্তীতে রবীন্দ্র জাদেজার উইকেটও নেন ফারুকি। ২ ছক্কা আর তিন চারে ২৪ বলে ৩২ করা হার্দিক পান্ডিয়াকে নাভিনউল হক আউট করলে ১৮১তে থামে ভারতের ইনিংস। ইনিংসের শেষ বলে অক্ষর প্যাটেল ৬ বলে ১২ করে রান আউটের শিকার হন। ফারুকি ৩৩ রানে এবং রশিদ খান ২৬ রানে ৩টি করে উইকেট নেন।
১৮২ রান করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে আফগানিস্তান বুমরাহর পেস বোলিংয়ের সামনে পড়ে। দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাইকে ফেরত পাঠান বুমরাহ। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজারা আফগান মিডল অর্ডার গুড়িয়ে দিলে ১১.১ ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারা দলটি। আফগানদের সর্বোচ্চ ২৬ রান করেন আজমাতুল্লাহ ওমরজাই। ২০ বলে ২ চার ও এক ছক্কায় তার এই রান। শেষটা আর্শদ্বীপ সিং গুড়িয়ে দিলে ১৩৪ এ অলআউট আফগানিস্তান। আর্শ্বদ্বীপ সিং ৩৬ রানে ৩ উইকেট নেন। তবে সবচেয়ে মিতব্যয়ী ছিলেন বুমরাহ। তার ৪ ওভারে ৭ রানে শিকার ৩ উইকেট। বুমরাহ তৃতীয় শিকার আফগানদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ করা নাজিবুল্লাহ জাদরান (১৯)।
ম্যাচ সেরা সূর্য্যকুমার যাদব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা