স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন আরো একজন
- নিজস্ব প্রতিবেদক
- ১৫ জুন ২০২৪, ০০:০৫
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দী দিচ্ছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।
গতকাল শুক্রবার তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। সেই আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দী রেকর্ড করছেন। গত ৯ জুন আদালত কামাল আহমেদ বাবুর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ মামলায় এর আগে শিমুল ভূঁঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন।
এ দিকে গোয়েন্দাসূত্রে জানা গেছে, আনার হত্যাকাণ্ডের বিষয়টি প্রকাশ্যে আসার ৬ দিন আগেই জেনে যান সাইদুল করিম মিন্টু। কিন্তু বিষয়টি তিনি চেপে যান। আনারের আসনে সংসদ সদস্য হতে দীর্ঘদিনের চেষ্টা ছিল ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক এ মেয়রের। পাশের একটি আসনের এমপির মৃত্যুর পর সেখান থেকেও তিনি মনোনয়নপত্র কেনেন। নৃশংস এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে গ্রেফতার মিন্টু বর্তমানে ৮ দিনের রিমান্ডে আছেন। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত কয়েকজনের সাথে মিন্টুর যোগাযোগ, কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁঁইয়াকে জিজ্ঞাসাবাদে তার নাম আসা, তার আগে থেকে আনারের সাথে দ্বন্দ্ব প্রভৃতি বিষয় সামনে এনে ঘটনার সাথে তার যোগসূত্র খুঁজছেন গোয়েন্দারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা