০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
বিএসএফের গুলির আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা

যশোর সীমান্তে আতঙ্কে হাজারো গ্রামবাসী

-

সর্বোচ্চ সতর্কতা জারির পর গতকাল বৃহস্পতিবার যশোরের ২০টির বেশি সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে। সীমান্তবর্তী গ্রামের লোকজন অন্যান্য সময়ের মতো সীমান্তের কাছাকাছি যায়নি। তারকাঁটার আশপাশে কেউ গরু, ছাগলসহ অন্যান্য গৃহপালিত প্রাণীও নেয়নি। গত বুধবার বিজিবির মাইকিংয়ের পর মানুষ অনেকটা সচেতনভাবে চলছে। প্রাণহানি যাতে না হয় সেজন্য স্থানীয় বাসিন্দারা সতর্কভাবে চলাফেরা করছেন। এছাড়া বিএসএফ যেকোনো সময় বেপরোয়া গুলি ছুড়তে পারে বলে সতর্ক করে বিভিন্ন এলাকার জনপ্রতিনিধিদের পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা এটিকে রেড অ্যালার্ট বললেও বিজিবি সেটি বলতে নারাজ। বিজিবি কর্মকর্তাদের ভাষায়, এটি সতর্কতার অংশ। ঈদসহ বিভিন্ন উৎসবে সীমান্তে মাদকসহ অন্যান্য অবৈধ জিনিসপত্র আনা-নেয়া বেড়ে যায়। এই সুযোগে এপারের মানুষ ওপারে এবং ওপারের মানুষ এপারে যাতায়াত করে। এর ফলে অনেক সময় দুই দেশের নাগরিকদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। যা এক পর্যায়ে অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়। তখন বিব্রতকর অবস্থায় পড়ে বিজিবি। এ কারণে সীমান্তের মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। এমন বক্তব্য যশোর ৪৯ বিজিবির কর্মকর্তাদের। সীমান্তে রেড অ্যালার্ট জারির পর বৃহস্পতিবার কেমন অবস্থা ছিল জানতে চাইলে বিজিবির ওই কর্মকর্তা পাল্টা প্রশ্ন করেন ‘সীমান্তে কি কিছু হয়েছে যে রেড অ্যালার্ট জারি করতে হবে।’
বুধবার বেনাপোলে বিজিবির মাইকিংয়ের পর এই সীমান্তে মানুষের চলাচল অনেকাংশে কমে গেছে। বসবাসকারীদের চোখেমুখে এখন আতঙ্কের ছাপ। যশোর ৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার মিজানুর রহমান বলেন, ‘১০ জুন রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের হামলাকারী বাংলাদেশী বলে তাদের দাবি। তবে পতাকা বৈঠকে বাংলাদেশী নাগরিকদের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ আছে কি না বিজিবি জানতে চাইলে বিএসএফ সেই ধরনের তথ্য দিতে ব্যর্থ হয়। পতাকা বৈঠকে হামলার ঘটনায় ভারতীয় তিনজন নাগরিকের সরাসরি যুক্ত থাকা এবং বিএসএফ কর্তৃক একজন হামলাকারীকে আটকের পরিচয়সহ বিজিবি বিভিন্ন তথ্য তুলে ধরলে বিএসএফ তা মানতে বাধ্য হয়। ওই ঘটনার পর সীমান্ত এলাকা সুরক্ষিত রাখতে মাইকিং করা হচ্ছে,পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোনো বাংলাদেশী বেসামরিক লোক সীমান্তের কাছাকাছি না যায়।’
যশোরের বেনাপোল, সাদিপুর, গাতিপাড়া, দৌলতপুর, পুটখালি, বাহাদুরপুর, শিকারপুর, ঘিবা, শালকোনাসহ সীমান্তের বিভিন্ন গ্রামের মানুষের সাথে কথা বলে আতঙ্কের বিষয়টি স্পষ্ট হয়েছে। একই অবস্থা ঝিনাইদহের মহেশপুর সীমান্তেও। মহেশপুরের যাদবপুর, নেপা ও বাঁশবাড়িয়াসহ অন্যান্য সীমান্তের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। এখানকার মানুষ সীমান্তের ইছামতি নদীর পাড়ে গরু ছাগল চরাতেন। বর্তমানে এটি করতে পারছেন না তারা। নানা দুশ্চিন্তা ভর করছে তাদের ওপর। মহেশপুর ৫৮ বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে সীমান্তবর্তী ইউনিয়নে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের তারকাটার আশপাশে স্থানীয়দের না যাওয়ার জন্য মাইকিং করেছে বিজিবি। দর্শনার নিমতলা আকন্দবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় মসজিদের মাইকে সীমান্তের গ্রামগুলোর মানুষকে সর্বোচ্চ সর্তক থাকতে বলা হয়েছে। সীমান্ত ইউনিয়নের চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন মাইকিং করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির পক্ষ থেকে তাকে জানানো হয়েছে গ্রাম পুলিশ এবং প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে সীমান্তের তারকাঁটার আশপাশে গরু-ছাগল কিংবা কৃষি কাজের জন্য আপাতত কেউ যাতে না যায় সে বিষয়ে মাইকিং করতে। সবমিলিয়ে বিপাকে পড়েছে সীমান্ত এলাকার কৃষিনির্ভর মানুষ। তারা বর্তমানে কৃষিকাজ করতে পারছেন না। ঠিকমতো খেতে দিতে পারছেন না গৃহপালিত পশুকেও।
চৌগাছা সীমান্তে অঘোষিত রেড অ্যালার্ট : চৌগাছা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ সদস্যরা যেকোনো সময় গুলি চালাবে বা চালাতে পারে এমন সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ৪৯ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায়। গতকাল সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের পক্ষ থেকে দৌলতপুর, কুলিয়া, আন্দুলিয়া, আড়শিংড়ি পুকুরিয়াসহ ৪৯ বিজিবির অধীনস্থ এলাকায় সীমান্তে বসবাসকারীদের সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। জনগনকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। সীমান্তের বিভিন্ন মোড়ে মোড়ে এবং লোকসমাগমের মধ্যে গিয়ে মৌখিকভাবে এবং মাইকিং করে মানুষদের সতর্ক করেছেন বিজিবি সদস্যরা।
জানা গেছে, ১০ জুন গভীর রাতে মহেশপুর সীমান্তের বিপরীতে ভারত সীমান্তের মধ্যে বিএসএফের এক সদস্যকে কুপিয়ে জখম করে দুষ্কৃতকারীরা। বিএসএফের ধারণা এ কাজ বাংলাদেশের দুষ্কৃতকারীরা করেছে। এজন্য প্রতিশোধ নিতে বিএসএফ গুলি চালাতে পারে এ ধারণায় বিজিবি সদস্যরা সীমান্তের সাধারণ মানুষদের সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
সীমান্তের আন্দুলিয়া, কুলিয়া ও দৌলতপুর গ্রামের একাধিক ব্যক্তি জানান, আমাদের এলাকায় চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশরা আমাদের সীমান্ত এলাকায় চলাফেরা না করতে জোর অনুরোধ করেছেন। তারা সীমান্তে না যেতে মোড়ে মোড়ে মাইকিংও করেছেন। বলাচলে চৌগাছা সীমান্তে অঘোশিত রেড অ্যালার্ট চলছে।
যশোর ৪৯ বিজিবির আন্দুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল গণি বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্তে মানুষের চাপ কিছুটা বেড়ে যায়। এদিকে আমাদের পাশেই মহেশপুর সীমান্তের ওপারে বাংলাদেশী দুষ্কৃতকারীরা বিএসএফ সদস্যকে কুপিয়েছে বলে বিএসএফের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। এ জন্য আমার সীমান্ত এলাকা সুরক্ষা রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মাইকিং করেছি, যেন বাংলাদেশী কোনো গরু-ছাগল, হাঁস-মুরগি এমনকি কোনো বেসামরিক লোক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সীমান্ত এলাকায় না যায়। তাদের তারকাটার আশপাশে যেতেও স¤পূর্ণ নিষেধ করা হয়েছে।
বেনাপোলসহ শার্শায় নজরদারি বৃদ্ধি : যশোর সীমান্তে বিজিবি নজরদারি বাড়িয়েছে। কোনো বাংলাদেশী যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম বা বিনা কারণে সীমান্ত এলাকায় না যায় সেজন্য সতর্ক করা হচ্ছে। তবে কৃষকদের মাঠে কাজ করতে যেতে কোনো বাধা থাকবে না। গতকাল ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশের কোম্পানি সদর থেকে দেয়া নির্দেশনায় বিজিবি সদস্যরা সতর্কাবস্থায় রয়েছে। মহেশপুর সীমান্তের বিপরীতে বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশী অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে এমন একটি বিষয় নিয়ে গতকাল মাইকিং করা হয়। যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার আহমেদ হাসান জামিল জানান, ঈদকে সামনে রেখে কোন চোরাকারবারি যাতে ওপার সীমান্তে প্রবেশ করতে না পারে তার জন্য আমরা সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের কাছে সতর্ক বার্তা পাঠিয়েছি। সীমান্ত এলাকায় চাষ কাজ করার জন্য কৃষকরা যেতে পারবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কৃষকদের মাঠে কাজ করতে বা ফসলাদি দেখাশোনা করতে তাদের কোনো বাধা নেই।


আরো সংবাদ



premium cement
অভ্যুত্থান নিয়ে চলচ্চিত্রের নির্মাণ কাজ জুনের মধ্যে শেষ করার আহ্বান উপদেষ্টা ফারুকীর রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড়

সকল