চট্টগ্রামে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- চট্টগ্রাম ব্যুরো
- ১৪ জুন ২০২৪, ০০:০৫
চট্টগ্রামের মিরসাইয়ে স্ত্রী হত্যার দায়ে মো: সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।’
দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলামের বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামে। নিহত নাজমা আক্তার (২৬) উপজেলার হাজী ফকিরহাট এলাকার নজির আহমদের মেয়ে।
আদালত সূত্র জানায়, ২০০৯ সালে নাজমা ও সাইফুলের বিয়ে হয়। বিয়ের পর স্বামী সাইফুল ইসলামের সাথে নাজমার পারিবারিক বিরোধ দেখা দেয়। ২০১৩ সালের ১৮ জুন রাতের কোনো এক সময় ছুরিকাঘাতে নাজমাকে হত্যা করা হয়। পরদিন সকালে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নিহতের বোন বাদি হয়ে জোরারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা