১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সোনাগাজীতে অস্ত্র ঠেকিয়ে কোরবানির গরু লুট

-

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের মির্জাপুর গ্রামে খামার থেকে অস্ত্র ঠেকিয়ে কোরবানির দু’টি গরু লুট হওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে সঙ্ঘবদ্ধ মুখোশপরা ডাকাত দল অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে ওই দুইটি গরু লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বর্তমান বাজার মূল্যে প্রায় চার লাখ টাকা।
খামারের মালিক ব্যবসায়ী আবুল কালাম জিন্নাহ বলেন, আগামী ১৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বিক্রির জন্য গত ২ জুন ২৬টি গরু ক্রয় করে আনেন। ওই ইউনিয়নের মির্জাপুর গ্রামে একটি অস্থায়ী খামার তৈরি করে গরুগুলো সেখানে বিক্রি ও রক্ষণাবেক্ষণ করার জন্য রাখে। ২৬টি গরুর মধ্যে ১৫টি গরু গতকাল পর্যন্ত বিক্রি হয়। অন্য ১১টি গরু গতকাল পর্যন্ত তার খামারে ছিল।


আরো সংবাদ



premium cement