১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার এইটে ভারত

-

জিতলেই সুপার এইট, এই সমীকরণে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক রোহিত শর্মার। ইনিংসের প্রথম ওভারের প্রথম ও শেষ বলে দুই উইকেট আরশদীপ সিংয়ের। পরে নিলেন আরো দু’টি। চার ওভারে স্রেফ ৯ রানের বিনিময়ে চার উইকেট। দুর্দান্ত এই বোলিংয়ে ভারতীয় পেসারের নাম উঠে গেল রেকর্ড বইয়ে। টি-২০ বিশ্বকাপে ভারতীয় কোনো বোলারের সেরা বোলিং এটিই। তিনি ভেঙে দিয়েছেন মিরপুরে ২০১৪ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ রানে চার উইকেট নেয়া অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ড। আর ৮ উইকেটে ১১০ রানে থেমে যায় যুক্তরাষ্ট্র। ১১১ রানের টর্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতে বিপর্যয়ে পড়লেও শেষ পর্যন্ত সাত উইকেটের জয় নিয়ে সুপার এইটে জায়গা করে নেয় ভারত।
টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কানাডাকে ৭ উইকেট হারিয়ে শুরু করেছিল আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে আনপ্রেডিক্টেবল পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারের জয়ে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শক্ত অবস্থানে অ্যারন জোন্সের দল। অপরদিকে সমান ৪ পয়েন্ট ছিল ভারতেরও। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারানোর পর পাকিস্তানের বিপক্ষে ৬ রানের জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ছিল ভারত। যুক্তরাষ্ট্রকে গতকাল হারিয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের প্রথম দল হিসেবে সুপার এইটে ভারত।
যুক্তরাষ্ট্রের মতো ইনিংসের শুরুতেই উইকেট হারায় ভারতও। সৌরভ নেত্রভালকরের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেটরক্ষক আন্দ্রিস গাউসের তালুবন্দী হয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরেন বিরাট কোহলি। দলীয় ১০ রানে দ্বিতীয় উইকেটের পতন। এবার আরেক অভিজ্ঞ ব্যাটার অধিনায়ক রোহিত শর্মাকেও বোকা বানালেন ভারতে জন্ম নেয়া পেসার নেত্রভালকর। দুই ইউকেট হারানোর পর কিছুটা হাল ধরেন ঋষভ পন্ত ও সূর্যকুমার যাদব। এই জুটিতে ২৯ রান আসার পর আলি খানের বলে সরাসরি বোল্ড হন ১৮ রান করা পন্ত।
পন্তের বিদায়ের পর সূর্যকুমার দেখেশোনে চালিয়ে যান শিবম দুবেকে নিয়ে। ১৩তম ওভারের চতুর্থ বলে দলীয় ৫৮ ও ব্যক্তিগত ২২ রানে জীবন পান সূর্যকুমার। আর পেছনে ফিরে তাকাতে হয়নি প্রথম টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নদের। জীবন পেয়ে শেষ পর্যন্ত ৪৯ বলে ফিফটি পূর্ণ করেন সূর্যকুমার। দুই ব্যাটারের প্রত্যয়ী ব্যাটিংয়ে ১০ বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। সূর্যকুমার ৫০ ও ৩১ রানে অপরাজিত থাকেন দুবে। নেত্রভালকর দু’টি ও একটি উইকেট নেন আলি খান। ম্যাচ সেরা আরশদীপ সিং।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এর আগে ম্যাচ শুরুর প্রথম বলেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র। শায়ান জাহাঙ্গীরকে ০ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আরশদীপ। ওভারের শেষ বলে আন্দ্রিস গাউস ২ রান নিয়ে সাজঘরের পথ ধরেন এই পেসারের বলেই। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ১৮ রান সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। তৃতীয় উইকেটের পতন দলীয় ২৫ রানে। এবার প্যাভিলিয়নের পথ ধরেন ১১ রান করা আগের দুই ম্যাচ জয়ের নায়ক অ্যারন জোন্স। এরপর নীতিশ কুমার ২৭, স্টিভেন টেলর ২৪ রান করে ফেরেন। শেষের দিকে কোরি অ্যান্ডারসনের ১২ বলে ১৫, হরমিত সিংয়ের ১০ বলে ১০ ও শ্যাডলি ভ্যান শালকউইকের ১০ বলে ১১ রানের সুবাদে ১১০ সংগ্রহ যুক্তরাষ্ট্রের। আরশদীপ চারটি, পান্ডিয়া দু’টি ও একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।


আরো সংবাদ



premium cement