১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে : ফখরুল

-

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তারা দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প তৈরি করে মেগা দুর্নীতি করে চলছে। আজিজ আর বেনজিরের জন্ম দিয়েছে। দেশের অর্থনীতি দ্রুতগতিতে রসাতলে যাচ্ছে। যে কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের গিলন্ড এলাকার ‘মুন্নু সিটি’তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত ‘গণতন্ত্র উত্তরণ, মত প্রকাশ, সংবাদপত্রের স্বাধীনতা ও খাল খনন কর্মসূচি : জিয়াউর রহমানের ভূমিকা শীর্ষক সেমিনারে’ এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়াউর রহমান সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন, এটাই ছিল জিয়াউর রহমানের ক্যারিশমা। জিয়াউর রহমানের রাজনীতি- এই দেশের মানুষের রাজনীতি, বিএনপি’র রাজনীতি- এ দেশের মানুষের রাজনীতি। যে কারণে এ দেশের মানুষ জিয়াউর রহমানকে ভুলবে না।

এ সময় তিনি আরো বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি আর লুটপাটের কারণে দেশের অর্থনীতি রসাতলে যাচ্ছে, অর্থনীতি বিপর্যয়ের মুখে চলে গেছে। ক্ষমতাসীনরা তা স্বীকার করতে চাইছে না।
মেগা প্রকল্পগুলোর বেশির ভাগ চীনের অর্থায়নে হচ্ছে, সরকারের মদদপুষ্ট লোকেরা ৫ শতাংশ থেকে ১০ শতাংশ কমিশন নিচ্ছে। কমিশন ছাড়া এই সরকার কাজ করে না। ডিজিটাল লেনদেন মাধ্যম নগদের প্রতি টাকায় ৫ পয়সা করে কমিশন পায়। সেই কমিশন কোথায় যায়? আমি কারো নাম বলতে চাই না। এই টাকাও দেশের বাইরে বিশেষ কোনো ব্যক্তির কাছে চলে যায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগ) সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
এ সময় বক্তব্য দেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. বোরহান উদ্দিন, অধ্যাপক দিলারা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মামুন আহমেদ, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ জিন্নাহ কবিরসহ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।


আরো সংবাদ



premium cement