পাকিস্তানের কাছে ১১৯ রানে অলআউট ভারত
- ক্রীড়া ডেস্ক
- ১০ জুন ২০২৪, ০১:৩৭
শুরুটা নাসিম শাহ এর উইকেট শিকার দিয়ে। এই পেসার নিলেন ৩ উইকেট। এরপর হারিস রউফও তিন ভারতীয় ব্যাটারকে আউট করেন। মাঝে মোহাম্মদ আমির ২টি এবং শাহীন আফ্রিদি নেন ১ উইকেট। পাকিস্তানি পেসারদের এই সম্মিলিত আক্রমণেই গতকাল টি-২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে এক ওভার বাকি থাকতেই ১১৯ রানে অল আউট হয় ভারত। পুরো ২০ ওভার খেলতে পারেনি। ১৯তম ওভারের শেষ বলে রান আউট আর্শদ্বীপ সিং। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে টসজয়ী পাকিস্তান এর পর ব্যাটিংয়ে নেমে রাত ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৭৩ রান। ব্যয় করে ১৩ ওভার। মোহাম্মদ রিজওয়ান ৩০ ও রানে ব্যাট করছিলেন ফখর জামান ১৩ রানে আউট হন। পাকিস্তানি অধিনায়ক বাবর আজম ১৩ রানে স্লিপে ধরা পড়েন জসপ্রিত বুমরাহর বলে। ওসমান ১৩ রানে এলবিডব্লিউ হন অক্ষর প্যাটেলের বলে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর এই ম্যাচে জয় জরুরি ছিল পাকিস্তানের, তা ঘুরে দাঁড়ানোর জন্য।
রিজওয়ান যদিও ৮ রানে লাইফ পান। বুমরাহর বলে তার ক্যাচ ফেলে দেয়া হয়। বাবরও রক্ষা পান মোহাম্মদ সিরাজের হাতে রিটার্ন ক্যাচ দিয়ে।
এর আগে দুই দফা বৃষ্টি বিঘ্ন ঘটায় এই ম্যাচে। প্রথমে বৃষ্টির জন্য খেলা শুরুতে বিলম্ব। এরপর ভারতের ইনিংসের এক ওভার পরে ফের বৃষ্টি। বৃষ্টি সরে যাওয়ার পর পাকিস্তানি বোলারদের ঝড়। দলীয় ১২ রানে বিরাট কোহলি ব্যক্তিগত ৪ রানে উসমানের হাতে ধরা দেন নাসিম শাহ এর বলে। এরপর অধিনায়ক রোহিত শর্মা ক্যাচ দেন শাহীন শাহ আফ্রিদির বলে। ২.৪ ওভারে ১৯ রানে ভারত দুই উইকেট হারানোর পর বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন অক্ষর প্যাটেল ও রিশাভ পান্ত। দু’জনের জুটিতে ৩৯ রান আসার পর নাসিম শাহ এর আঘাত। তার বলে আউট অক্ষর প্যাটেল। অপর প্রান্তে পান্ত চেষ্টা চালালেও সঙ্গীর অভাবে স্কোর বড় হয়নি। দলীয় ৯৬ এবং ব্যক্তিগত ৪২ রানে পান্ত প্যাভিলিয়নে ফেরেন। আমিরের বলে বাবর আজমের তালুবন্দী তিনি। ৯৬ রানেই অষ্টম উইকেটের পতন। ফলে ভারতের স্কোর কোনো মতে এক শ’ পেরিয়ে ১১৯ এ ঠেকে।
নাসিম শাহ ও হারিস রউফ ২১ রানে তিনটি করে উইকেট পান। আমিরের ২ উইকেট এসেছে ২৩ রানের বিনিমিয়ে। শাহীন আফ্রিদির ১ উইকেট ২৯ রান খরচায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা