১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নারী পাচারের অভিযোগ এনে চীনা নাগরিক গ্রেফতার

নারী পাচারের অভিযোগ এনে চীনা নাগরিক গ্রেফতার -

খাগড়াছড়ি থেকে চীনে উচ্চ বেতনে চাকরি দেয়ার প্রলোভনে তরুণীদের পাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুইজনকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ। গতকাল রোববার ভোরে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে জিসাও সুহুই (৩৪) নামে চীনা নাগরিককে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পাচার চক্রের মূলহোতা সুমি চাকমা প্রকাশ হেলিকে (৩৬) গ্রেফতার করা হয়। চীনে উচ্চ বেতনের চাকরির সুযোগ করে দেয়ার উদ্ধার হওয়া ভুক্তভোগীদের পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিল বলে জানায় পুলিশ।
বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার মুক্তা ধর।
তিনি জানান, অভিযুক্ত সুমি চাকমা বিভিন্ন মাধ্যমে খাগড়াছড়ির পানছড়ির বাসিন্দা এক কিশোরীকে চীনে যাওয়ার জন্য উচ্চ বেতনে চাকরিসহ বিভিন্নভাবে প্রলোভন দেখান। একপর্যায়ে সে রাজি হয় এবং তার এক বান্ধবীকে জানালে সেও চীনে যেতে রাজি হয়। অভিযুক্ত সুমির কথা অনুযায়ী তারা খাগড়াছড়ি থেকে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে এলে সেখানে তাদের মোবাইল কেড়ে নেয়া হয় এবং সবার সাথে যোগাযোগ বন্ধ করে ঘরে আটকে রাখা হয়। এ ঘটনায় ২ জুন দুই বান্ধবী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর অভিযানে নামে পুলিশ। পরে প্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরার ওই ফ্ল্যাট থেকে জিসাও সুহুই নামে এক চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় ফ্ল্যাটে আটকে রাখা মোট পাঁচজন কিশোরীকে উদ্ধার করা হয়। উদ্ধার পাঁচ কিশোরীর দুইজন খাগড়াছড়ির এবং তিনজন রাঙ্গামাটির বাসিন্দা। কিশোরীরা ১৫ থেকে ১৭ বছর বয়সী বলে জানা গেছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে পানছড়ি থানায় মামলা করা হয়েছে। সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রটিকে গ্রেফতারের জন্য ধৃত আসামিদেরকে রিমান্ডে নেয়ার আবেদন করা হবে। এই চক্রে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের চৌকস টিম কাজ করে যাচ্ছে।
এ দিকে আটককৃতদের বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
মহাদেবপুরে রাস্তার পাশে থেকে যুবকের জবাই করা লাশ উদ্ধার শ্রমিকদের অবহেলিত রেখে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : সেলিম উদ্দিন মহাদেবপুরে যুবকের লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠকসহ ৩ নেতাকে মারধর সিরিয়ায় ইসরাইলের অবৈধ আগ্রাসনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস দেশের মানুষকে নিরাপত্তা দেয়ার জন্য আমরাই যথেষ্ট : আসাদুজ্জামান রিপন জনগণের অধিকার রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ : খন্দকার মুক্তাদির সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সাকিবের বোলিং ফেনীতে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

সকল