১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অনেককে ডিঙিয়েই আজিজকে সেনাপ্রধান করেছিল সরকার : মির্জা ফখরুল

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : নয়া দিগন্ত -


সরকার অনেককে ডিঙিয়েই আজিজ আহমেদকে সেনাপ্রধান করেছিল মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে যিনি পুলিশের প্রধান তিনিও কিন্তু স্যাংশনপ্রাপ্ত। বেনজীরসহ ৯ জনকে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে। এই হচ্ছে সরকারের অবস্থা। অনেককে ডিঙিয়ে আজিজকে সেনাপ্রধান করা হয়েছিল। তার দুই ভাই চিহ্নিত সন্ত্রাসী, তবুও তাকে আর্মির চিফ করা হয়েছিল। আর তাদের (আজিজ, বেনজীর) যে কাজ তা তারা করে দিয়েছিল, নির্বাচন পার করে দিয়েছিল।
গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, কয়েক দিন আগে প্রধানমন্ত্রী ভয়ঙ্কর একটি কথা বলেছেন। তিনি বলেছেন, সাদা চামড়ার লোকেরা নাকি এখানে (বাংলাদেশে) এয়ারবেজ তৈরি করতে চায়। আর বাংলাদেশের একটা অংশ, চট্টগ্রাম ও মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি খ্রিষ্টান রাষ্ট্র করতে চায়। আমি গতকাল বলেছি, আজকে আবার বলছি, প্রধানমন্ত্রীর উচিত হবে এ মুহূর্তে জনগণের সামনে এটির প্রকৃত ব্যাখ্যা করা। তারা (বিদেশী) কেন এটি চাইছে আর কেনইবা এত দেরিতে আপনারা এটি প্রকাশ করছেন, সেটি আমরা জানতে চাই। কারণ এটি আমাদের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্ন।
তিনি বলেন, সরকার একদলীয় শাসনের লক্ষ্যে গণতন্ত্রের একটা মাসাদ তৈরি করছে। কিন্তু গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। আজকে যারা বিরোধী কথা বলে, তাদেরকে তুলে নিয়ে যায়। তাদেরকে সরাতে না পারলে কিন্তু স্বাধীনতা থাকবে না, সার্বভৌমত্ব থাকবে না। আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিক্ষাবিষয়ক সম্পাদক প্রফেসর ওবায়দুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল প্রমুখ।

বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিপন্থী আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের অনৈক্যের কারণে আজ ঢাকা আইনজীবী সমিতি (বার) আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আমাদের চারজন নির্বাচিত হয়েছে। আমরা সভাপতি পেয়েছি। মনে রাখতে হবে, এখনো এমন কিছু প্রতিষ্ঠান আছে সেগুলোতে আমরা যদি থাকতে পারি, তা হলে আমাদের নাগরিক ও কর্মীদের পাশে দাঁড়াতে পারব।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের সবচেয়ে সচেতন নাগরিক। আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা অগ্রনীয় ভূমিকা পালন করেন। এ জন্য আপনারা নির্যাতিতও হয়েছেন। এগুলো মনে করে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিভক্তি আমাদের আরো বিভক্ত ও ব্যর্থতার দিকে ঠেলে দেবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদ দিয়ে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকা আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের ব্যানারে আয়োজিত দোয়া মাহফিল ও তাবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

দোয়া মাহফিলে ঢাকা বারের সাবেক সভাপতি মো: ইকবাল হোসেন, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, মকবুল হোসেন ফকির, মোসলে উদ্দিন জসিম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, আবদুল জব্বার ভূঁইয়া, হোসেন আলী খান হাসান, গাজী কামুল ইসলাম সজল, ওমর ফারুক ফারুকী, আজিজুল ইসলাম বাচ্চু, আবুল খায়ের, হারুন আর রশিদ ভূঁইয়া, আবুল কালাম খান, আবদুল খালেক মিলন, শরীফ উদ্দিন মামুন, আবুল কালাম আজাদ, ওয়ালিউল ইসলাম তুষারসহ কয়েক শ’ আইনজীবী অংশ নেন।

 


আরো সংবাদ



premium cement