১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ চতুর্থ ধাপে উপজেলা নির্বাচনে ভোট

-

ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে ৬০টি উপজেলায় ভোট গ্রহণ আজ। সকাল ৮টটা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ। এই ধাপে মাত্র ছয়টি উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। বাকি ৫৪টিতে ব্যালটে ভোট। নির্বাচনের এই ধাপে তিনটি পদে ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে পাঁচটি উপজেলায় বিনা ভোটে পঁচজন নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই মধ্যে ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো: আতিয়ার রহমানের সই করা চিঠি সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
ইসির দেয়া তথ্য অনুযায়ী, নির্বাচনে দুর্গম এলাকার ১৯৭টি কেন্দ্রে আগের দিন ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর ভোটের দিন সকালে ব্যালট পেপার পাঠানো হয় চার হাজার ৯৪৭টি কেন্দ্রে। এ ধাপে চেয়ারম্যান পদে ২৫১ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন অর্থাৎ মোট ৭২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে এক কোটি ৪৩ লাখ ৫৭ হাজার ৮২০ ভোটার তাদের প্রতিনিধি বাছাইয়ের সুযোগ পাবেন। মোট ভোটকেন্দ্র হলো পাঁচ হাজার ১৪৪টি।
উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটদানে শৃঙ্খলা বজায় রাখতে মোট ৬৭ হাজার ৭০৭ জন সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি: দায়িত্ব) মো: রুবেল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, চতুর্থ ধাপে সারা দেশের ৫৮টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ৩ জুন থেকে প্রতিটি নির্বাচন কেন্দ্রের নিরাপত্তায় মোট ১৩ জন বা ততোধিক আনসার ও ভিডিপি সদস্য এরই মধ্যে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার (পিসি) ও দুইজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন নারী আনসার-ভিডিপি সদস্য রয়েছেন। উপজেলা নির্বাচনের শেষ ধাপে ৬৮ হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
কোনো কেন্দ্রে বুথ সংখ্যা ছয়টির বেশি হলে বুথ-প্রতি অতিরিক্ত আরো একজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। পিসি ও এপিসি (তিনজন) অস্ত্রসহ এবং আনসার-ভিডিপি সদস্য-সদস্যারা অস্ত্রবিহীন ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যালট বাক্সের নিরাপত্তা রক্ষায় ৬৩ হাজার ৫৫৯ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। তাদের পাশাপাশি এক হাজার ৭৮ জন আনসার ব্যাটালিয়ন সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা মোতাবেক দায়িত্ব পালনের জন্য স্ট্রাইকিং/স্ট্যাটিক ফোর্স হিসেবে মোতায়েন রয়েছেন।

 


আরো সংবাদ



premium cement