১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সারা দেশে জিয়ার শাহাদতবার্ষিকী পালন

-

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী গতকাল সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের দেশের স্বাধীনতা শুধু কথার মধ্যে দিয়ে আসেনি। এসেছে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে। পাকিস্তানের কর্নেল জানজুয়া জিয়াউর রহমানের হাতে নিহত হয়েছেন। শেখ হাসিনাকে বলব, আপনার আশপাশে আছে এমন কাউকে বের করেন তো যে যুদ্ধে গুলি ছুড়েছে। আপনার দলে মুক্তিযোদ্ধা নেই এ অপবাদ আমি দেবো না, আছে। কিন্তু সবাই প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নয়। তিনি গত বুধবার বিকেলে নগরীর কাজীর দেউরীর ভিআইপি ব্যাঙ্কুয়েট হলে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে ‘শিল্প, বাণিজ্য ও অর্থনীতিতে শহীদ জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। শাহাদতবার্ষিকী উপলক্ষে দুপুর ১২টায় একই স্থানে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে বইমেলা ও বই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব আবুল হাশেম বক্করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন মজুমদার, ভিপি হারুনুর রশীদ, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।
গয়েশ্বর রায় বলেন, খালেদা জিয়াকে বন্দী করে শেখ হাসিনা জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখতে চেয়েছিলেন। কিন্তু তিনি পারেননি। খালেদা জিয়া এখনো পালাননি। বেঁচে আছেন।
উপজেলা নির্বাচনে টাকা দিয়েও আওয়ামী লীগ ভোটকেন্দ্রে মানুষ নিয়ে যেতে পারছে না দাবি করে তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে ৭ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি। মানুষের ভোট চুরি করে ৪২ শতাংশ ভোট কাস্ট দেখানো হয়েছে। আজ উপজেলা নির্বাচন হচ্ছে বিভিন্ন জায়গায়। টাকা দিয়েও সেখানে মানুষ নিয়ে যেতে পারছে না। ভোটকেন্দ্রগুলোও শূন্য।
দেশে আরেকটা ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ হতে যাচ্ছে দাবি করে গয়েশ্বর রায় বলেন, করুণ অবস্থায় আজ দেশের অর্থনীতি। কোনো যুবক আজ দেশে থাকতে চায় না। ১৯৭৪ সালের দুর্ভিক্ষের চেয়েও বড় দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। হয়তো অনেকে বুঝতে পারছে না। কারণ ভুখার মিছিল বের হচ্ছে না। রিজার্ভ আছে এখন মাত্র সাড়ে ১০ বিলিয়ন ডলার। অথচ আমাদের প্রয়োজন ৩৫ বিলিয়ন ডলার। ব্যাংকিং খাতের কি অবস্থা সেটা তো দেশের মানুষ দেখছেই। দুই দিন পর ব্যাংকের লকারেও কোনো টাকা থাকবে না। যদি দেশের এ অবস্থা চলে তাহলে ১৯৭৪ সালের দুর্ভিক্ষকেও হার মানাবে।
এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উত্তর জেলা বিএনপির সি. যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো: শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, উত্তর জেলার নুরুল আমিন, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, জয়নাল আবেদীন জিয়া, হারুন জামান প্রমুখ। এ দিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা: শাহাদাত হোসেন বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রিতে জাতি যখন দিশেহারা তখনই নেতৃত্বশূন্য জাতিকে মুক্তি দিতে এগিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। ষোলশহর বিপ্লব উদ্যানে তিনি পাক বাহিনীর বিরুদ্ধে ‘উই রিভোল্ট’ বলে বিদ্রোহ ঘোষণা করেন। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি চুপ করে বসে ছিলেন না। তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, আবার অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে থেকে দেশকে স্বাধীন করেছেন। সেদিন আওয়ামী লীগের অনেক নেতাই পার্শবর্তী দেশে চলে গিয়েছিলেন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ২নং গেট ষোলশহরের বিপ্লব উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর।
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে শিশুদের কাছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পরিচিত করা হয়েছে। খুলনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মধ্যে জিয়াউর রহমানের ছবি ও দিবসটির তাৎপর্য সংবলিত কার্ডের সাথে দুপুরের খাবার বিতরণ করা হয়। এর আগে আয়োজকদের পক্ষ থেকে শ্রেণী কক্ষে গিয়ে ক্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জিয়াউর রহমানের জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল কর্মসূচির পরিকল্পনা করেন। কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মহানগর বিএনপির দুই যুগ্ম আহ্বায়ক এবং মহানগর ছাত্রদলের শীর্ষ নেতারা।
এ কর্মসূচিতে বক্তারা বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়া ফ্যাসিস্ট সরকার জাতিকে ভ্রান্ত ইতিহাস পাঠ করতে বাধ্য করছে। আজকের প্রজন্ম বিশেষত শিশুদের সামনে শুধুমাত্র এক ব্যক্তির বন্দনা ছাড়া আর কিছু শিখতে দেয়া হয় না। অথচ আমাদের মহান ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী রাষ্ট্র পুনর্গঠনে অসংখ্য রাজনৈতিক, সামাজিক ও সশস্ত্রবাহিনীর বীর যোদ্ধাদের অসামান্য অবদান আছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য এহতেশামুল হক শাওন ও জেলার সদস্য রফিকুল ইসলাম বাবু, জাসাস যুগ্ম আহ্বায়ক এম এ জলিল, জাহিদ হোসেন, সদর থানা বিএনপির মঞ্জুরুল আলম, এইচ এম আসলাম, হাসনা হেনা, এমদাদ হোসেন, সৈয়দ ইমরান, শাকিল আহমেদ, আব্দুল্লাহ আল মামুন ও সাইদুর রহমান । অন্য দিকে বিএনপি খুলনা মহানগরী শাখা দোয়া মাহফিলের আয়োজন করে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়ার আগে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্যসচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় বক্তৃতা করেন দলের তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জেলা আহ্বায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু, স. ম. আবদুর রহমান, বেগম রেহেনা আক্তার, এস এ রহমান বাবুল, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা প্রমুখ।
বগুড়া অফিস জানায়, বগুড়া জেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপি ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন জেলা বিএনপি কার্যালয়ে জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ড্যাবের সহযোগিতায় অ্যাজমা কেয়ার অ্যান্ড প্রিভেনশন সেন্টারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান, বাদ জোহর বায়কুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল ও শহরের শিববাটি অন্ধ হাফেজিয়া মাদরাসা ছাত্রদের মধ্যে দুপুরের খাদ্য বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবার রহমান, জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, শহর কমিটির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কে এম খায়রুল বাশার ও জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা শাহাদৎ হোসেন, তাহা উদ্দিন নাহিন, এনামুল হক সুমন প্রমুখ। বাদ জোহর জেলার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, আজমল হোসেন বাবু, যুবদলের আরিফুর রহমান মজনু, আব্দুল লতিফসহ বিএনপি ও অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগণ।
কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া আইনজীবী ভবন চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ মিয়া, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আজমল হোসেন, অ্যাডভোকেট হাসান রাজ্জাক রাজু, অ্যাডভোকেট রোকনুজ্জামান সাজু, অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটন, অ্যাডভোকেট কাজল রেখা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া শাখার সদস্যসচিব অ্যাডভোকেট শামীম উল হাসান অপু।
গাজীপুর মহানগর প্রতিনিধি জানান, নানা আয়োজনে গাজীপুরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রঙ্গণে গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, জিয়াউর রহমানই প্রথম এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কাজেই গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজপথে নামতে হবে। অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, আনোয়ারা বেগম, চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সুরুজ আহাম্মেদ, সরকার জাভেদ আহাম্মেদ সুমন প্রমুখ।
এ ছাড়া বৃহস্পতিবার সকালে মহানগরের হাবিবুল্লাহ সরণিতে ড্যাব, গাজীপুরের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম। বক্তব্য রাখেন বিএমএ গাজীপুরের সাবেক সভাপতি ডা: আবুল কালাম, সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি দেলোয়ার হোসেন, ড্যাব গাজীপুর জেলার আহ্বায়ক ডা: মুহাম্মদ আলী আকবর পলান, সদস্য সচিব ডা: খলিলুর রহমান প্রমুখ।
সখীপুর, (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন, সখীপুরে বিএনপির শত শত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, দেশে ৬২২ জন নেতাকে গুম করা হয়েছে, ১০ হাজার নেতাকর্মীকে খুন করা হয়েছে, ১০ লাখ বিএনপি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে, বিএনপির নেতাকর্মীদের কোনো ব্যবসা নেই, বাণিজ্য নেই, তারা নিঃস্ব হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার সখীপুর বিএনপির আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবদুল বাছেদ মাষ্টার, মীর আবুল কাশেমসহ টাঙ্গাইল জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বাসাইল বিএনপির নেতাকর্মী এবং সখীপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ জিয়ার প্রবর্তিত কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও তাঁর অবিনাশী আদর্শে এ দেশের মানুষকে উদ্দীপ্ত করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। জিয়ার ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপি ও জেলা বিএনপির তিন দিনের কর্মসূচির প্রথম দিনে দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেছেন, গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরা করেন।
বিএনপি খুলনা মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনার ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, আবু হোসেন বাবু, খান জুলফিকার আলী জুলু , স ম আ রহমান, বেগম রেহেনা ঈসা, এস এ রহমান বাবুল, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, শেখ তৈয়বুর রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান, মাসুদ পারভেজ বাবু, শামসুল আলম পিন্টু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক স্বজল প্রমুখ।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলা সদর আশিক সুপার মার্কেটে উপজেলা মহিলা দলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ শহিদুল্লাহ চেয়ারম্যান, আড়াইহাজার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর, জেলা বিএনপির সাবেক যুব উন্নয়ন সম্পাদক সালাউদ্দিন মোল্লা প্রমুখ।
গাবতলী (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে বিশেষ দোয়া মুনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় উপস্থিত ছিলেন শাহজাহানপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা আজমল হোসেন বাবু, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, শাহজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম সবুজ, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, গাবতলী সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক আশরাফুল হুদা টপি, যুবদল নেতা আরমান ইসলাম রিপন, মাহফুজা রহমান, রিয়ন, কাজল, গাবতলী উপজেলা জিসাস সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কুদ্দুসসহ বিএনপি ও অঙ্গদলের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লি প্রমুখ।


আরো সংবাদ



premium cement