১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফার শরণার্র্থী শিবিরে ফের হামলা নিহত ২১

-

গাজার দক্ষিণের রাফা শহরের শরণার্থী শিবিরে আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে ১২ নারীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি চিকিৎসা কর্মকর্তারা এবং ফিলিস্তিনি বার্তা সংস্থা। রাফায় মঙ্গলবার রাতে হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণে তিন ইসরাইলি সেনাও নিহত হয়েছে। গাজায় ফিলিস্তিনের আরেক প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ তাদের হাতে বন্দী এক ইসরাইলির ভিডিও প্রকাশ করেছে। এ দিকে রাফায় ইসরাইলি হামলায় নিরীহ মানুষ নিহত ও আহত হতে থাকলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন সেখানে সীমা লঙ্ঘন হয়নি। আলজাজিরা, রয়টার্স ও বিবিসি।
গাজার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উপকূলীয় এলাকার আল-মাওয়াসির কয়েকটি তাঁবুশিবিরে আঘাত হেনেছে ইসরাইলি ট্যাংকের গোলা। রাফায় দু’সপ্তাহের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। পুরো বিশ্বের নিন্দা-সমালোচনা উপেক্ষা করে এ ধ্বংসকাণ্ড চালাচ্ছে নেতানিয়াহু সরকার।
অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের রাফায় ইসরাইলের হামলা ঘিরে বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় চলছে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও পশ্চিমা অনেক দেশ গাজার দক্ষিণের এই নগরীর জরাজীর্ণ শরণার্থী শিবিরে ইসরাইলি হামলাকে অমানবিক আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক আদালতের আদেশ উপেক্ষা করে রাফায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। প্রায় আট মাস ধরে ইসরাইল-হামাস যুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার ১০ লাখের বেশি শরণার্থী জীবন বাঁচাতে রাফায় আশ্রয় নিয়েছেন। সেখানে অত্যন্ত জরাজীর্ণ পরিস্থিতিতে তাঁবু টানিয়ে মানবেতর জীবন যাপন করছেন তারা। ইসরাইলি হামলার কারণে সেখানে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলোও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করতে পারছে না।
রাফায় বেসামরিকদের লক্ষ্য করে ইসরাইলি অভিযান বন্ধের আদেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। কিন্তু ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক আদালত ও পশ্চিমা বিভিন্ন দেশ এবং সংস্থার উদ্বেগকে পাত্তা না দিয়ে সেখানে হামলা অব্যাহত রেখেছে।
আরো ৩ ইসরাইলি সেনা নিহত : গাজার দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় হামাসের বিরুদ্ধে চলমান লড়াইয়ে মঙ্গলবার রাতে তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। তারা রাফার একটি ভবনে প্রবেশ করলে সেখানে আগে থেকেই পেতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণে মারা যায়। রয়টার্সের খবরে বলা হয়, ওই বিস্ফোরণে আরো তিন ইসরাইলি সেনা গুরুতর জখম হয়েছে বলে বুধবার ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

তিন সপ্তাহ আগে গাজার মিসর সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় নগরী রাফায় আগ্রাসন শুরু করে ইসরাইলি বাহিনী। মঙ্গলবার নিহত তিন সেনা সদস্যের একজন সার্জেন্ট আমির গ্যালিলভ (২০)। তিনি দেশটির শিমশিত গ্রামের বাসিন্দা ছিলেন বলে জানায় টাইমস অব ইসরাইল। দ্বিতীয় সেনা মিদরেশেত বেন-গুরিয়নের সার্জেন্ট উরি বার ওর (২১) এবং নিহত তৃতীয় জন জোফারের সার্জেন্ট আইদো অ্যাপেল (২১)। তারা সবাই নাহাল ব্রিগেডের ৫০তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
এই তিনজনের মৃত্যুতে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ২৯১ ইসরাইলি সেনার প্রাণ গেল। আইডিএফ তাদের প্রাথমিক তদন্তে জানিয়েছে, ‘ববি ট্রাপের’ মাধ্যমে রাফার ওই ভবনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্ফোরণে একজন সেনা কর্মকর্তা এবং দুই সৈন্য গুরুতর জখম হওয়া ছাড়াও অন্য একজন সেনা কর্মকর্তা মাঝারি আহত হয়েছে। একই দিন উত্তর গাজায় যুদ্ধ করার সময় ইসরাইলের আরো এক সেনা কর্মকর্তা এবং সৈন্য গুরুতর আহত হয়। আর বুধবার ভোরে মাল্টি-ডোমেইন ইউনিটের আরেক সেনা সদস্য গুরুতর আহত হয়েছে বলেও বিবৃতিতে যোগ করেছে আইডিএফ।
বন্দীদের নতুন ভিডিও প্রকাশ : ইসরাইলি বন্দীদের একটি নতুন ফুটেজ প্রকাশ করেছে ফিলিস্তিনের অন্যতম প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ। মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে ২৮ বছর বয়সী ইসরাইলি বন্দী আলেকজান্ডার ট্রুফানোভকে দেখা গেছে। ৭ অক্টোবর তাকে বন্দী করে গাজায় নিয়ে গিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা। গাজার প্রতিরোধ সংগঠনগুলোও একই ধরনের ভিডিও প্রকাশ করেছে। ইসরাইল সেগুলোকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে উড়িয়ে দিয়েছে। ট্রুফানোভের পরিবার প্রকাশিত একটি ভিডিওতে তার মা বলেছেন, ছেলেকে দেখে তিনি খুশি হয়েছেন। তবে এতদিন ধরে ছেলের বন্দী থাকা একটি ‘হৃদয়বিদারক’।

গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় হামাসের হাতে বন্দী হওয়া ১২০ জনেরও বেশি ইসরাইলিকে মুক্ত করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এ জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। ইসরাইল বলেছে, হামাসের যে দাবি তা তারা মেনে নিতে পারে না। অন্য দিকে ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি চায় ফিলিস্তিনিরা। বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী হোস্টেজ ফ্যামেলি ফোরামের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি সরকারকে অবশ্যই আলোচনাকারী দলকে একটি গুরুত্বপূর্ণ আদেশ দিতে হবে।’
ইসরাইলের পক্ষে আবারো সাফাই যুক্তরাষ্ট্রের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এর মধ্যে গত রোববার রাফায় ইসরাইলি বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে রাফায় ইসরাইলের হামলা সীমা লঙ্ঘন করেনি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজ থেকে এমন তথ্যই জানানো হয়েছে। বুধবার এই তথ্য জানিয়েছে বিবিসি। রাফা শহরে পূর্ণাঙ্গ আগ্রাসন চালিয়েছে বলে যুক্তরাষ্ট্র মনে করে না বলে জানিয়েছেন হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি।
ইসরাইলি বাহিনী শহরটির কেন্দ্রে পৌঁছানো এবং মিসর সীমান্তে নজরদারির জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড় দখলের খবর আসার কয়েক ঘণ্টা পর তিনি এ মন্তব্য করলেন। যদিও চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যদি ইসরাইল রাফার ঘনবসতিপূর্ণ এলাকায় প্রবেশ করে যেখানে লাখের বেশি বেসামরিক নাগরিক এখনো আশ্রিত আছে বলে মনে করা হচ্ছে, তাহলে যুক্তরাষ্ট্র দেশটিকে অস্ত্র সরবরাহ করা সীমিত করে দেবে। কিরবি একই সাথে ইসরাইলের বিমান হামলা নিয়েও প্রশ্ন তোলেন। জন কিরবি সাংবাদিকদের বলেন, রোববারের অভিযানের যেসব ছবি পাওয়া গেছে, যেখানে বেশির ভাগই নারী, শিশু ও বয়স্ক মানুষ মারা গেছে- তা ছিল ‘হৃদয়বিদারক’ ও ‘ভয়ঙ্কর’। তিনি বলেন, ‘সঙ্ঘাতের কারণে কোনো নিরীহ মানুষের জীবনহানি হওয়া উচিত নয়।’ তিনি স্বীকার করেন, ইসরাইল এই ঘটনার তদন্ত করছে এবং একই সাথে বলেছেন, রাফার সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে তার আগের বক্তব্য পরিবর্তনের কোনো নীতি তার নেই।
কিরবি বলেন, ‘একটি বড় ধরনের স্থল অভিযান হয়েছে এমনটি আমরা এখনো বিশ্বাস করি না... এবং এ পর্যায়ে আমরা সেটি দেখিনি। আমরা রাফা শহরে তাদের তেমন ধ্বংসযজ্ঞ চালাতে দেখিনি। সেখানে তেমন অভিযান হলে ভিন্ন সিদ্ধান্ত নিতে হতে পারে বলে প্রেসিডেস্ট আগেই জানিয়েছেন।’ তার ভাষায়, ‘আমরা তাদের বড় ইউনিট, বিপুলসংখ্যক সৈন্য নিয়ে অনেকগুলো লক্ষ্যবস্তুকে টার্গেট করে তেমন সমন্বিত কিছু করতে দেখিনি’।


আরো সংবাদ



premium cement
মানবসেবার জন্যই হাসপাতাল করেছি : জামায়াত আমির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত চট্টগ্রামে সাবেক এমপি মোতালেবসহ ২৪৮ জনের নামে মামলা চিন্ময়ের জামিন শুনানি জানুয়ারিতেই ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৩৪৪ ধবলধোলাই এড়াতে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ নববর্ষের প্রকাশনা ইসলামী শ্রমনীতির প্রচারে ভূমিকা রাখবে : শামসুল ইসলাম ‘শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করতে চায়’ বায়ুদূষণ নিয়ন্ত্রণে টাস্কফোর্স গঠন করা হবে : পরিবেশ উপদেষ্টা ই-সিগারেটকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত

সকল