১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ঢাকাসহ বিভিন্ন স্থানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

-

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৩৯ কিলোমিটার। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্প অনুভূত হওয়ার সাথে সাথে বড় ভবনের ওপর তলায় যারা বাস করেন তাদের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করেছে। ভবনের নিচের দিকে যারা বাস করেন তারা দৌড়ে ভবন থেকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন কিন্তু এর আগেই ভূমিকম্পের কম্পন শেষ।
গতকাল বুধবার সন্ধ্যা ৭টা ১৭ মিনিটের দিকে ভূমিকম্পে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা গোলাম মোস্তফা ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ইদানীং বাংলাদেশের অভ্যন্তরে এবং বাংলাদেশ সীমান্তের পাশেই ভূমিকম্প হচ্ছে। এর উৎপত্তিস্থল কাছে হওয়ায় মানুষের মধ্যে বেশ আতঙ্ক আছে। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে অথবা আশপাশের বড় ধরনের ভূমিকম্প হয়ে যেতে পারে। সেজন্য মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন এবং পাশাপাশি সরকারের প্রস্তুতি প্রয়োজন।

তিনবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশের ২ প্রতিবেশী
জাগো নিউজ জানায়, মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হেনেছে দু’টি ভূকম্পন, আর ভারতে একটি। মৃদু থেকে মাঝারি মাত্রার এসব ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্য বলছে, বুধবার বাংলাদেশ সময় বেলা ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে প্রতিবেশী মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।
এদিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরো একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পের কারণে আসামের গুয়াহাটি থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত মৃদু কম্পন অনুভূত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
বাকৃবিতে ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাষা উৎসব শুরু টঙ্গীতে শূরায়ে নেজামপন্থীদের বিক্ষোভ সমাবেশ চট্টগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত বাংলাদেশ সীমান্তে নিজের বন্দুকের গুলিতে আহত বিএসএফ সদস্য ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি বোয়ালখালীতে ডোবায় পড়ে শিশুর মৃত্যু আল্লাহর নীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় : মজিবুর রহমান চাটমোহরে কৃষকলীগ নেতাসহ গ্রেফতার ৭ সাকিবের বোলিং অ্যাকশন বৈধ অন্তর্বর্তী সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ইরানের দুর্বল হওয়া ভারতের জন্য কতটা উদ্বেগের

সকল