০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় নির্বাচন

প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে নিষ্প্রভ ভোট গ্রহণ

-

প্রাকৃতিক দুর্যোগ রেমালে আঘাত ও প্রভাবের কারণে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ অনেকটাই নিষ্প্রভ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আজ ২২টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে না। ফলে ৮৭ উপজেলায় ভোট হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ভোট গ্রগণ চলবে। এই ধাপে মোট এক হাজার ১৯৬ জন প্রার্থী তিনটি পদে ভোটযুদ্ধে নেমেছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে আজ বুধবার দেশের ৮৭টি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ঢাকায় নির্বাচন কমিশন থেকে সিসিটিভির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভোট মনিটরিং করা হবে। প্রথম ধাপে মোট তিন পদে বিনা ভোটে ২৮ জন নির্বাচিত হয়েছেন। আর এই দ্বিতীয় ধাপে ২২ জন বিনা ভোটে জনপ্রতিনিধি হয়েছেন। আর এই ধাপে ১২ জন বিনা ভোটে নির্বাচিত। সাত জেলার ১৬ উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করার কথা। বাকিগুলোয় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ হবে বলে ইসির তথ্যে জানা গেছে।

ইসি বলছে, ঘোষিত তফসিলে ১১২টি উপজেলার নাম ছিল। একটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, মামলা ও মৃত্যুজনিত কারণে দু’টিতে এবং গতকাল নতুন করে আরো তিনটি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করায় তৃতীয় ধাপে সর্বমোট ২২ উপজেলার ভোট স্থগিতসহ মোট ২৫টিতে ভোট হচ্ছে না। ফলে ৮৭ উপজেলায় ভোট হচ্ছে। স্থগিত উপজেলাগুলো হচ্ছে- নেত্রকোনা জেলার খালিয়াজুরী এবং চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা। খালিয়াজুরী উপজেলায় সড়ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় এবং কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ইভিএমের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনে তৃতীয় ধাপের ১৯টি উপজেলা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। উপজেলাগুলো হলো- বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশাল জেলার গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ, দুমকি, পিরোজপুর জেলার মঠবাড়িয়া, ভোলা জেলার তজুমদ্দিন, লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর, কাঁঠালিয়া, বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা। এই ধাপের নির্বাচনে তিন হাজার ২৭৭ জন পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নিবন্ধিত ১৫টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ২২৯ জন ও স্থানীয়ভাবে তিন হাজার ৪৮ জন পর্যবেক্ষক।
ইসি জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার অর্থাৎ ভোট গ্রহণের দিন রাত ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিন-চালিত বোটসহ অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ইতোমধ্যে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

ইসির দেয়া সর্বশেষ তথ্য বলছে, তৃতীয় ধাপে মোট এক হাজার ১৯৬ জন প্রার্থী তিন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান ৪৫৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী রয়েছেন। এই ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন করে অর্থাৎ মোট ১২ জন প্রার্থী ইতোমধ্যে বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ভাণ্ডারিয়ার উপজেলার সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। অর্থাৎ এই উপজেলায় কোনো পদেই ভোটের প্রয়োজন পড়ছে না। এই ধাপে সাত হাজার ৪৫০ ভোট কেন্দ্রে ৫৪ হাজার ৮৯ ভোট কক্ষে দুই কোটি আট লাখ ৭৫ হাজার ১৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ এক কোটি ছয় লাখ ৪০ হাজার ৩৪৭ জন, নারী এক কোটি দুই লাখ ৩৪ হাজার ৭২৩ জন এবং ১১৪ জন হিজড়া ভোটার রয়েছেন। এখানে চার হাজার ৫৭২টি অস্থায়ী ভোটকক্ষ রাখা হয়েছে। ভোটের আগের দিন মঙ্গলবার ৪১৪টি কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। আর আজ সকালে ভোটের দিন সাত হাজার ৩৬টি কেন্দ্রে ব্যালট দেয়া হয়েছে।
আইনশৃঙ্খলাবাহিনী : ইসির দেয়া তথ্যানুযায়ী, ভোটকেন্দ্র ও মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোট আনসার সদস্য মোতায়েন হয়েছে এক লাখ ৪০ হাজার ৬৬৯ জন। ২৯৯ প্লাটুন বিজিবি থাকবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে। ভোট কেন্দ্রে মোট পুলিশ থাকবে ২৯ হাজার ৯৫৮ জন, মোবাইল টিমে পুলিশ থাকবে মোট সাত হাজার ৭৯৪ জন, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন হাজার ৩৬৪ জনসহ মোট পুলিশ থাকবে এই ধাপে ৫৯ হাজার ২১৯ জন। র‌্যাব মোতায়েন থাকবে ২৩০ টিম।


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টরচাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল