১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবারো বাংলাদেশের রেটিং কমিয়েছে ফিচ

-


দীর্ঘমেয়াদে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিং (আইডিআর) কমিয়েছে ফিচ রেটিংস। আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থাটি, বহিস্থ খাতের অবনতির অনুমান করে বাংলাদেশের আইডিআর আগের ‘বি বি মাইনাস’ থেকে কমিয়ে ‘বি প্লাস’ করেছে। গতকাল ফিচ এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সংস্থাটি বলেছে, বাহ্যিক বিষয়গুলো ক্রমাগত দুর্বলতার প্রতিফলন দেখাচ্ছে। সাম্প্রতিক নীতি সংস্কার সত্ত্বেও যা ঠেকানো যথেষ্ট চ্যালেঞ্জিং হবে। এতে বাহ্যিক ঝুঁকি মোকাবেলায় দুর্বলতা বাড়তে পারে। এ বিষয়ে ফিচ রেটিংস জানিয়েছে, ২০২২ সাল থেকে নেয়া নীতি তৎপরতাগুলো বৈদেশিক মুদ্রা রিজার্ভের পতন ঠেকানো এবং অভ্যন্তরীণ ডলার সঙ্কট নিরসনের জন্য যথেষ্ট ভূমিকা রাখতে পারেনি।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা ইস্যুয়ার ডিফল্ট রেটিংকে (আইডিআর) স্থিতিশীল থেকে নেতিবাচক করে ফিচ রেটিংস। এ সময় তা ‘বি বি মাইনাস’ এ নামিয়ে আনা হয়। তবে সাম্প্রতিকতম অবনমনটি এমন সময়ে করা হলো যখন বৈদেশিক মুদ্রা বা মার্কিন ডলারের বিনিময় দর স্থিতিশীল করতে ক্রলিং পেগ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
ফিচ বলেছে, ক্রলিং পেগ বৈদেশিক মুদ্রা বাজারের দীর্ঘদিনের বিকৃতিগুলো দূর করে উল্লেখযোগ্যভাবে দেশের ফরেক্স রিজার্ভ গঠনের সহায়ক হবে কি না তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।


আরো সংবাদ



premium cement