১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিজেকে ঈশ্বরের দূত দাবি করলেন মোদি

-


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো নিজেকে ‘ঈশ্বরের দূত’ বলে দাবি করেছেন। শুক্রবার সংবাদমাধ্যম এনডিটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে নিজেকে ‘ঈশ্বর প্রেরিত’ বলে জাহির করেন ভারতীয় প্রধানমন্ত্রী। এনডিটিভিকে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।’ সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানান মোদি। এনডিটিভি।
তিনি আরো বলেন, ‘আমাকে গালি দিয়ে কথা বলা অনেক মানুষ আপনি পাবেন। আবার আমাকে নিয়ে ভালো কথা বলা মানুষও পাবেন। আমার দায়িত্ব হচ্ছে, যারা আমার ওপর বিশ্বাস রাখেন, তাদের এই অনুভূতি যেন আঘাত না পায় বা তারা যেন হতাশ না হন সেটি নিশ্চিত করা।’ এনডিটিভিতে এই সাক্ষাৎকারের দুইদিন আগে বারানসীতেও এক সাক্ষাৎকারে মোদি দাবি করেছিলেন, তার জন্ম জৈবিকভাবে হয়নি। তিনি ঈশ্বরের পাঠানো দূত। কাজের অফুরন্ত প্রাণশক্তি কোথা থেকে পান- এমন প্রশ্নের জবাবে মোদি বলেছিলেন এমন কথা। তিনি ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, ‘মা যতদিন জীবিত ছিলেন, আমার মনে হতো আমি হয়তো তার গর্ভ থেকে জৈবিকভাবেই জন্মেছি। কিন্তু মা চলে যাওয়ার পর আমি সমস্ত অভিজ্ঞতা বিচার করে উপলব্ধি করলাম এবং তা থেকে নিশ্চিত হলাম, পরমাত্মা ঈশ্বরই আমায় এ পৃথিবীতে পাঠিয়েছেন। তিনিই আমায় দিয়ে সব কাজ করাচ্ছেন।’

কোন বিশেষ কাজের জন্য ঈশ্বর তাকে পাঠিয়েছেন এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী দাবি করেন, ঈশ্বর তাকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। তবে কখনো আসল উদ্দেশ্যের কথা বলেন না। মোদির কথায়, ‘ঈশ্বর কখনও তার আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন আগে। এর পরে কী করতে হবে, তা জানতে আমিও সরাসরি ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি না।’
বিরোধীদের ক্রমাগত আক্রমণের মুখে পড়েও তিনি কাউকে শত্রু বলে মনে করেন না বলেও মন্তব্য করেছেন মোদি। ভারতকে এগিয়ে নিয়ে যেতে বিরোধী নেতাদের সাথে নিয়ে কাজ করাই তার লক্ষ্য বলে মোদি মন্তব্য করেছেন। মোদি বলেন, আমি কখনওই বিরোধীদের চ্যালেঞ্জ করি না। আমি তাদের সাথে নিয়ে চলতে চাই। আমি কাউকে উপেক্ষা করি না। তারা ৬০-৭০ বছর ধরে সরকার চালিয়েছে। তারা যে ভালো কাজগুলো করেছে, আমি তা থেকে শিখতে চাই।
এ দিকে নরেন্দ্র মোদির এই ‘আমি ঈশ্বরের দূত’ মন্তব্য নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লিতে একটি নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী বলেন, দেশের প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি জৈবিকভাবে জন্মগ্রহণ করেননি। দেশের সব মানুষ জৈবিকভাবে জন্মেছে কিন্তু, তিনি ঈশ্বরের দূত। একটি মিশনের জন্য নাকি ঈশ্বর তাকে পাঠিয়েছেন।

জনসভার মঞ্চে হেসে রাহুলের সংযোজন, যদি কানহাইয়া আমার কাছে এসে, চারদেওয়ালের মধ্যে বলতো রাহুলজি আমি না জৈবিকভাবে জন্মগ্রহণ করিনি। আমি তো ওকে বলতাম, ভাই আমায় বলে ফেলেছো ঠিক আছে, বাইরে গিয়ে এই আজব কথাটি বলো না। যদি কেউ আপনার কাছে এসে এমনটা বলেন, আপনি তো তাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছেই পাঠাবেন।
তীব্র কটাক্ষের সুরে কংগ্রেস নেতা আরো বলেন, কোভিড কালে যখন দেশের হাসপাতালগুলোর বাইরে পড়ে পড়ে আক্রান্তরা শেষ নিঃশ্বাস ত্যাগ করছিল, তখন ঈশ্বরের পাঠানো দূত আপনাদের থালা বাজাতে বলেছিলেন, মোবাইলে আলো জ্বালাতে বলেছিলেন।


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়াল কিংস শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে

সকল