হত্যার শিকার এমপির নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা আছে : কাদের
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ মে ২০২৪, ০০:০৫
বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল সাহেব বলেছেন, বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপত্তা নাই। আপনাদের যদি শত্রু রাষ্ট্র হয়, সেখানে সালাউদ্দিন এত দিন নিরাপদে কেমন করে আছেন? তাকে তো কেউ হত্যা করেনি। তার জীবনে তো নিরাপত্তা বিঘিœত হয়নি, জীবনের কোনো হানি ঘটেনি। এই ধরনের অপবাদ কেন দিচ্ছে বন্ধুরাষ্ট্রকে? ভারতের কলকাতায় নির্মম হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের এমপির নিখোঁজ হওয়া নিয়ে ধোঁয়াশা আছে। অহেতুক বন্ধুরাষ্ট্রকে দায়ী করে বিএনপি মহাসচিবের করা বক্তব্য সমীচীন নয়।
গতকাল বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংস্কৃতিক উপকমিটির ‘সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনোয়ারুল আজিমের ঘটনা নিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, কলকাতার নিউ টাউনে আমাদের একজন এমপি হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। দুই-তিন দিন ধরে তাকে নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তার পরিবারসহ কেউ জানে না। চিকিৎসার জন্য তিনি ভারতে গেছেন। ভারত আমাদের বন্ধুরাষ্ট্র। আমাদের একজন এমপি যখন চিকিৎসার জন্য যান, তিনি কিন্তু ভারত সরকারকে জানিয়ে যান না। সেখানকার যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে গেলে নিরাপত্তার ব্যাপারটি তখনই দেখা হয়। তিনি বলেন, তাকে যারা হত্যা করেছে, যে ফ্ল্যাটটিতে, সেটা বাংলাদেশের কেউ ভিন্ন নামে ক্রয় করেছে। ওখানে যারা হত্যা করেছে পাঁচ-ছয় জনের মতো, এর মধ্যে পাঁচজনই বাংলাদেশের। এই ব্যাপারটা নিয়ে ‘যারে দেখতে নারী, তার চলন বাঁকা’- এই ধরনের উক্তি করা সমীচীন নয়।
ওবায়দুল কাদের বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যাকে যারা অস্বীকার করে তাদের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামায় না আওয়ামী লীগ সরকার। তিনি আরো বলেন, যারা সাড়ে ৩৫ হাজার মানুষকে নির্বিচারে নিষ্ঠুরভাবে বোমা মেরে গুলি করে অবিরাম হত্যা করছে, ঘোষণা দিয়ে হত্যা করছে। হিটলার হলোকাস্টে ছয় হত্যা করেছিল বলে যে ইতিহাস আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, এখন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যা করছেন সেটা হিটলারের চেয়েও ভয়াবহ। কিভাবে শিশুদের টার্গেট করে হত্যা করছে এটা কি গণহত্যা নয়? আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, ইসরাইল গণহত্যা চালায়নি।
ওবায়দুল কাদের বলেন, যারা গণহত্যাকে অস্বীকার করে তারা আমাদের কাকে নিষেধাজ্ঞা দিলো, ভিসানীতি দিলো সে নিয়ে আমাদের মাথাব্যথা নেই। সেনাবাহিনী চলে তাদের নিয়মে। সেখানে কেউ অপরাধ করলে প্রমাণিত হলে ছাড় দেয়ার লোক নন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
উপকমিটির চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজহার খান, সাবেক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা