১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আজ আদালতে যাবেন ড. ইউনূস

-

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি করতে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালে যাবেন।
এ দিন জামিন আবেদনের পাশাপাশি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিলের শুনানি হতে পারে বলে বুধবার ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন।
ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জানান, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রম আপিল ট্রাইব্যুনালে আসবেন।
এ দিন জামিনের মেয়াদ বর্ধিত করতে আবেদন করা হবে। এ ছাড়া শ্রম আদালতের সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল শুনানির জন্য রয়েছে। এর আগে গত ১৬ এপ্রিল ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ আগামী ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত। একই সাথে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিলের শুনানি আগামী ২৩ মে নির্ধারণ করেন শ্রম আপিল ট্রাইব্যুনালের সদস্য জেলা ও দায়রা জজ এম এ আউয়ালের আদালত।
আদালতে ড. ইউনূসসহ এ মামলায় অন্য বিবাদিরা হলেন- গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো: শাহজাহান। এর আগে গত ৩ মার্চ ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য আসামিদের জামিনের মেয়াদ ১৬ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একই সাথে খালাস চেয়ে ড. ইউনূসসহ অন্যদের আপিল শুনানির জন্য রাখা হয়।
গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ড. ইউনূসসহ চারজনের আপিল শুনানির জন্য গ্রহণ করেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনকে ৩ মার্চ পর্যন্ত জামিন দেন আদালত। একই সাথে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে শ্রম আদালতের দেয়া রায়ের কার্যকারিতাও স্থগিত করেন আদালত।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল