০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
গণমাধ্যমকে সিইসি

৩০ শতাংশের বেশি ভোট পড়েছে উৎসাহব্যঞ্জক নয়

-

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় নির্বাচনে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেছেন, নিঃসন্দেহে আমি মনে করি ৩০ শতাংশ ভোট কখনো উৎসাহব্যঞ্জক নয়। ভোটের হার কম হওয়ার একটা বড় কারণ হতে পারে দেশের প্রধান বড় রাজনৈতিক দল (বিএনপি) ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। জনগণকে ভোট প্রদানে নিরুৎসাহিত করেছে। গণতান্ত্রিক দেশে পক্ষে-বিপক্ষে থাকতে পারে। সঙ্কট হচ্ছে রাজনীতিতে। রাজনীতি যে সঙ্কট রয়েছে সেটা কাটিয়ে সুস্থধারায় রাজনীতি প্রবাহিত হবে। ভোটাররা উৎসাহিত হবে, ভোটকেন্দ্রে আসবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গতকাল ভোটগ্রহণ শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
সিইসি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে দেশে ১৫৬ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হয়েছে ১৩২ উপজেলায় এবং ইভিএম মেশিনে ২৪ উপজেলায়। নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। তবে দু-এক জায়গায় হাতাহাতি হয়েছে। এসব ঘটনায় এক থেকে দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচন মোটামুটি ভালো ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
ভোটের হার নিয়ে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ভোটার উপস্থিতির হার ৩০ শতাংশের ওপর হতে পারে। সঠিক ও নির্ভুল তথ্য আগামীকাল (২২ মে) পাবেন। তবে নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন যথেষ্ট তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য ছিল। এর মধ্যেও কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মী আহত হওয়ার খবর আমরা শুনেছি। বিভিন্ন অনিয়মে যখন তারা সাহস করে ছবি তুলতে গেছেন, তখন হেনস্তার শিকার হতে হয়েছে। তবে সঠিক তথ্য এখনো পাইনি। বিচ্ছিন্ন হাতাহাতির কারণে ৩৩ জনের মতো আহত হয়েছেন। এর মধ্যে এক থেকে দু’জনের অবস্থা গুরুতর হতে পারে। তিনি বলেন, সোমবার রাতে এক ঘটনায় একজনের হাত কেটেছে। সেটা আমি স্বচক্ষে দেখেছি, বেশ গুরুতর আঘাত। তবে ভোটের দিন আইনশৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম বা অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে সেখানে তারা ব্যবস্থা নিয়েছেন। এ পর্যন্ত মোট আটক করা হয়েছে ২৫ জনকে। অন্যায়ভাবে প্রভাব বিস্তারের চেষ্টার কারণে ১০ জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড দেয়া হয়েছে।
ভোটকেন্দ্রে একজন সাধারণ ভোটার ও একজন আনসার সদস্যের মৃত্যু হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, তবে এই মৃত্যুগুলো ভোটকেন্দ্রের সহিংসতাকে কেন্দ্র নয়।


আরো সংবাদ



premium cement