১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের সফরে আজ ঢাকা আসছেন

-

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন। প্রায় তিন দশক পর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর।
যদিও ২০১৯ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মরিস পেন সুনীল অর্থনীতিবিষয়ক একটি বহুপক্ষীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। তবে সেটি দ্বিপক্ষীয় সফর ছিল না।
সফরকালে পেনি ওং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন দেখতে বুধবার তিনি কক্সবাজার যাবেন।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, দক্ষতা বৃদ্ধি, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলা ও আরো বেশিসংখ্যক শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ায় পাঠানোর ওপর গুরুত্বারোপ করবে বাংলাদেশ। অন্য দিকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি সম্ভাবনাময় বাজার হিসাবে বিবেচনা করে অস্ট্রেলিয়া। দেশটি বাংলাদেশের সাথে বাণিজ্য সম্প্রসারণ ও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সহযোগিতা নিয়ে কাজ করতে আগ্রহী।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্রুতগতিতে বাড়ছে। ২০১৮ সালে দুই দেশের বাণিজ্য ছিল ১৪০ কোটি ডলার, যা এখন প্রায় ৪০০ কোটি ডলারে পৌঁছেছে। ২০১৯ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সই হয়।
অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ কৃষিজাত পণ্য, নানা ধরনের ধাতু ও খনিজ পদার্থ, তুলা, উলসহ বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। অন্য দিকে বাংলাদেশ দেশটিতে প্রধানত তৈরী পোশাক রফতানি করে থাকে। ২০০৩ থেকে বাংলাদেশের তৈরী পোশাককে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে অস্ট্রেলিয়া। আগামী কয়েক বছরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে উভয়পক্ষ আশা করছে।


আরো সংবাদ



premium cement