ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে বাংলাদেশী নেতৃবৃন্দের শোক
- নিজস্ব প্রতিবেদক
- ২১ মে ২০২৪, ০০:৩৩
হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের বিভিন্ন সংগঠন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা নিহত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করেছেন। গতকাল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ইরানের অন্তর্র্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের কাছে এ নিয়ে আলাদা আলাদা শোকবার্তা পাঠান।
রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, ‘বিভিন্ন সঙ্কটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও তার সাহস আমাদের জন্য অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। রাইসির মৃত্যুতে ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতাকে হারাল।’
প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন, যিনি তার দেশের সেবায় দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন। তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থাকবে।’
জামায়াত : জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান এক শোকবাণীতে বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মুহাম্মাদ আলি আলে-হাশেম-সহ সিনিয়র কর্মকর্তারা এক হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত। সেই সাথে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি। তাদের এই মর্মান্তিক ইন্তেকালে শুধু ইরান নয়, সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আরো বলেন, আমি দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করছি। মহান রব তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আমি নিহতদের শোকাহত পরিবারবর্গ, আত্মীয়-স্বজন এবং ইরান সরকার ও ইরানের জনগণের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।
খেলাফত মজলিস : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ ৯ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। শোকবাণীতে নেতৃদ্বয় বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের মর্মান্তিকভাবে নিহতের ঘটনা ইরান ও ইরানি জনগণের জন্য একটি শোকাবহ ঘটনা।
ওয়ার্কার্স পার্টি : ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানসহ সফরসঙ্গীদের হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। এক বিবৃতিতে তারা বলেন, রাষ্ট্রপতি রাইসি ও তার সফরসঙ্গীদের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা আরো বলেন, রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। নেতৃত্বে আরববিশ্বে সৃষ্ট শক্তির ভারসাম্য রক্ষা এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে।
১২ দলীয় জোট : ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানসহ বিধ্বস্ত হেলিকপ্টারে সব সিনিয়র কর্মকর্তার নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ১২ দলীয় জোট নেতৃবৃন্দ। জোট নেতারা বলেন, ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের অন্যান্য কর্মকর্তার নিহত হওয়ার ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে। ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি।
বিবৃতিতে সই করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেমসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
মুসলিম লীগ : গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার ও মহাসচিব কাজী আবুল খায়ের। নেতৃদ্বয় এক শোকবার্তায় বলেন, ইরানি রাষ্ট্রপতির মৃত্যুতে পুরো মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের জনগণও শোকাহত। ইরান সরকার কর্তৃক পাঁচ দিনের শোক ঘোষণার সাথে বাংলাদেশের জনগণও একাত্মতা ঘোষণা করছে। এই দুঃসময়ে বাংলাদেশের জনগণ ইরানের শোকাহত জনতার পাশে থাকবে।
গণ অধিকার পরিষদ : ইরানের প্রেসিডেন্টসহ অন্যদের মৃত্যুতে গণ অধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব:) মিয়া মশিউজ্জামান ও সদস্যসচিব ফারুক হাসান গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জনিয়েছেন। তারা বলেন, বিশ্বের মুসলিম নেতৃত্বে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো। নেতৃদ্বয় গভীর উদ্বেগের সাথে আশঙ্কা করছেন যে, এটি নিছক কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা বিশ্ব মুসলিম সম্প্রদায়কে তদন্ত করে বের করতে হবে।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : পার্টির সভাপতি মুফতি মুজিবুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, সহসভাপতি মাওলানা খলিলুর রহমান খান, শায়খুল হাদিস মাওলানা ওলি উল্লাহ কাসেমী ও মহাসচিব মাওলানা মুমিনুল ইসলাম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও ইরানের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ইরানের শীর্ষ নেতাদের এমন মৃত্যুতে বিশ্বরাজনীতির বিশেষত মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের এই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ইসরাইল, আমেরিকা ও ভারতের গোপন সন্ত্রাসী হামলার দরুন এই দুর্ঘটনাজনিত হত্যাকাণ্ড! তা তদন্ত করে দেখতে হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা