১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

প্রেসিডেন্ট রাইসি নিহত

বিশ্বনেতাদের শোক
রাইসিকে বহনকারী দুঘটনাকবলিত হেলিকপ্টার : আল জাজিরা -

দুর্গম পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ তার সফরসঙ্গীরা নিহত হওয়ার ঘটনায় ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে অন্তর্র্বতী প্রেসিডেন্ট পদে প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নিয়োগ নিশ্চিত করেন তিনি। দুর্ঘটনায় পড়া হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ আরো ছয় কর্মকর্তা ও ক্রু ছিলেন, তাদেরও মৃত্যু হয়েছে। এ দিকে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় এই ইরানী প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশ ও গোষ্ঠীর নেতারা শোক ও প্রতিক্রিয়া জানিয়েছেন। আজ তাবরিজ থেকে নিজ শহর মাশহাদে নেয়া হবে রাইসির লাশ। খবর এএফপি, আলজাজিরা, মিডলইস্ট আই, রয়টার্সের।
দীর্ঘ দিন ধরে ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছিল। গত রোববারের হেলিকপ্টার দুর্ঘটনায় সে সম্ভাবনার অবসান হলো। রাইসির উত্তরসূরি বেছে নিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের জন্য ইরানের হাতে সর্বোচ্চ ৫০ দিন আছে। ইরানের সরকারি ইরনা বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেছেন, ‘আমি ৫ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। ইরানের জনগণের প্রতিও আমার সমবেদনা জানাচ্ছি।’ তিনি বলেন, মোখবার নির্বাহী শাখা পরিচালনা করবেন এবং আইনসভা ও বিচার বিভাগীয় প্রধানদের সঙ্গে মিলে সর্বোচ্চ ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করবেন।
এ দিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে সিরিয়া এবং লেবাননও তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে।
রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। এ ঘটনায় সব আরোহী নিহত হয়েছেন বলে গতকাল সোমবার নিশ্চিত হওয়া যায়।
ইরানি প্রেসিডেন্টের মৃত্যুতে দেশটির মিত্ররা ছাড়াও অন্যান্য সরকার প্রধানরাও শোক জানিয়েছেন। ঘটনার পরই নিজ দেশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে রাইসি ও তার সঙ্গীদের অপ্রত্যাশিত মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
এদিকে মস্কোয় নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালিকে ক্রেমলিনে ডেকে নিয়ে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা বিস্তারিত শুনেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাষ্ট্রদূত কাজেম জালালি এ তথ্য নিশ্চিত করেছেন। রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। কাজেম জালালি বলেন, রোববার রাশিয়ায় সরকারি ছুটি হওয়া সত্ত্বেও রাত ১০টার দিকে পুতিন বৈঠক করেন। এ সময় রাশিয়ার প্রতিরক্ষা ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া এক শোকবার্তায় রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে বর্ণনা করেন পুতিন। তিনি বলেন, রাইসির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি।
রাইসির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি। রাইসির মর্মান্তিক মৃত্যুকে ইরানের জনগণের জন্য একটি বড় ক্ষতি বলে বর্ণনা করেন তিনি।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন, তিনি তার প্রিয় ভাই রাইসির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছেন।
রাইসির মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে পাকিস্তানে এক দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেছেন, এই কঠিন সময়ে ইরানের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করছেন।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে-সানি এই খবরকে বেদনাদায়ক বলে অভিহিত করেছেন। তিনি ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
রাইসির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি এই ঘটনাকে একটি অকল্পনীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেন।
মিসরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি বলেছেন, এ ঘটনায় তার দেশ অত্যন্ত মর্মাহত ও দুঃখিত। তিনি ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ ঘটনায় ইরানের জনগণের শোকের অনুভূতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
ইউরোপীয় ইউনিয়ন রাইসিসহ ইরানের অন্যান্য কর্মকর্তার মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করেছে। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি এক বিবৃতিতে বলেছেন, বেদনাদায়ক এই ট্র্যাজেডির সময় আমরা ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং ইরানি জাতি, দেশটির সরকার ও জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করছি।’
ইরানের সঙ্গে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ফিলিস্তিনি সংগঠনটি বলেছে, তারা প্রেসিডেন্ট রাইসি ও অন্যান্য কর্মকর্তার মৃত্যুর পরে ইরানি জনগণের সঙ্গে ‘বেদনা ও দুঃখ’ ভাগ করে নিচ্ছে এবং ইরানের সাথে ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে।
ইয়েমেনের ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী হাউছিরাও প্রতিক্রিয়া জানিয়েছে। হাউছি গোষ্ঠীর সুপ্রিম রেভুল্যুশনারি কমিটির প্রধান মোহাম্মদ আলী আল-হাউছি এক্সে জানিয়েছেন, ‘ইরানি জনগণ, ইরানের নেতৃত্ব এবং প্রেসিডেন্ট রাইসির পরিবার ও প্রতিনিধিদলের প্রতি আমাদের গভীর সমবেদনা। এ ছাড়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে ইরান ও দেশটির সর্বোচ্চ নেতা আলি খামেনির প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, রাইসি ভেনিজুয়েলার ‘নিঃশর্ত বন্ধু’ ছিলেন। মর্মান্তিক খবরটি শুনে ‘গভীরভাবে মর্মাহত’ বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ।


আরো সংবাদ



premium cement