১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন

-


রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গতকাল শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটের সময় চারতলা ভবনের দ্বিতীয় তলায় ওই ব্যাংকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সোয়া ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার বলেন, ধোলাইখালে একটি চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ৫৭ মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এদিকে আগুন নিয়ন্ত্রণের পর ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মোতায়েন করা হয়। সেই সাথে ব্যাংকের ভল্টে টাকা থাকায় ভবনের ভেতরে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী জোনের সহকারী কমিশনার (এসি) সুরঞ্জনা সাহা বলেন, অগ্নিকাণ্ডের পরপরই ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণের পরও পুলিশ সদস্যরা ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। ভল্টে থাকা টাকার নিরাপত্তাসহ ব্যাংকের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সদস্যরা সেখানে পাহারায় থাকবে। এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের সাথেও কথা হয়েছে। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করেই পুলিশ সদস্যরা কাজ করছেন। আপাতত ব্যাংকের ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement