১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না : মার্কিন উপ-মুখপাত্র

-

যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল।
গতকাল ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্যাটেল এসব কথা বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য যুক্তরাষ্ট্র র‌্যাবের (র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান) ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ঢাকা সফরের সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাথে বৈঠকের পর বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (সালমান এফ রহমান) সাংবাদিকদের জানিয়েছেন, হোয়াইট হাউজ (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়) এবং মার্কিন পররাষ্ট্র দফতর র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে খুবই আগ্রহী এবং এ জন্য কাজ করছে।
জবাবে প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। এসব দাবি মিথ্যা। নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন এবং জবাবদিহিতাকে উৎসাহিত করা।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র‌্যাব এবং এর সাবেক-বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র, যা আজো বহাল রয়েছে।

 


আরো সংবাদ



premium cement