১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অবশেষে বিশ্বকাপে টাইগারদের দল ঘোষণা

-

অবশেষে কাক্সিক্ষত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। তিনজন ওপেনার, চারজন ব্যাটার, তিনজন স্পিনিং অলরাউন্ডার, একজন স্পিনার ও চারজন পেসার নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলে খুব বেশি চমক নেই। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলা ক্রিকেটারদের প্রায় সবাই আছেন বিশ্বকাপ দলে। শেষ মুহূর্তের আলোচনা ছিল বিশ্বকাপ দলে তাসকিন আহমেদ থাকবেন কি না। তাকেই সহ-অধিনায়ক করে হয়েছে দল ঘোষণা।
এবারই প্রথমবারের মতো টি-২০ বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন ছয় তরুণ। এরা হলেন তানভীর ইসলাম, তৌহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম। এদের মধ্যে গত ওয়ানডে বিশ্বকাপে সব ক’টি ম্যাচ খেলেছেন তানজিদ তামিম। তানজিম সাকিব সুযোগ পেয়েছিলেন দুই ম্যাচে। আর বাকি চারজনের এটিই দেশের জার্সিতে প্রথম বৈশ্বিক টুর্নামেন্ট।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন তাসকিন। এরপর শেষ ম্যাচে খেলতে পারেননি এই পেসার। অবশ্য এই পেসারকে নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের দল থেকে বাদ পড়েন মোহাম্মদ সাইফউদ্দিন।
১৫ জনের মূল দলের সাথে বিকল্প ক্রিকেটার হিসেবে যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব ও হাসান মাহমুদ। নাজমুল হোসেন শান্তর দল আজ ১৫ মে যুক্তরাষ্ট্রের বিমান ধরবে। বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের ফটোশুটও হবে আজ। থাকবে বিসিবি কর্মকর্তাদের সাথে ক্রিকেটারদের একটা মধ্যাহ্নভোজ।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি শুরু হবে আগামী ২১ মে। এরপর সিরিজের বাকি দুই ম্যাচ ২৩ ও ২৫ মে। সিরিজের সবগুলো ম্যাচই রাখা হয়েছে হিউস্টনের প্রেইরি ভিউতে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। বিশ্বকাপে বাংলাদেশের লড়াই শুরু হবে ৮ জুন। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ম্যাচটি হবে সকাল সাড়ে ৬টায়। ১০ জুন টাইগারদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। এ ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। দু’টি ম্যাচ যথাক্রমে যুক্তরাষ্ট্রের ডালাস ও নিউ ইয়র্কে খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ চলে যাবে ওয়েস্ট ইন্ডিজে। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ সেখানেই খেলবে বাংলাদেশ। ১৩ জুন সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নেদারল্যান্ডসের বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে একই ভেনুতে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।
বাংলাদেশের বিশ্বকাপ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ ক্রিকেটার : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement
২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না হাবে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বঞ্চিত ৭৬৪ কর্মকর্তা পদমর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধু নিহত মদিনা রুটে ফ্লাইট বাড়িয়েছে বিমান বাংলাদেশ চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, নিহত ৩ ভারতের বিভিন্ন মসজিদে সমীক্ষা নিয়ে মোদিকে তুলোধুনো ওয়াইসির

সকল