১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১২ দলীয় জোটের সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক

-

আবারো কর্মসূচি দেয়ার বিষয়ে আলোচনা শুরু করেছে বিএনপি। বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুগপৎ আন্দোলনের পর নতুন করে কর্মসূচি দিয়ে মাঠে নামতে চায় বিরোধী দলগুলো। এ চিন্তার অংশ থেকেই গতকাল রোববার ১২ দলীয় জোটের সাথে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।
বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যদের পাশাপাশি ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে অংশ নেয়া ১২ দলীয় জোট নেতারা নয়া দিগন্তকে জানান, দেশের অর্থনৈতিক অবস্থা, সাধারণ মানুষের জীবন, নিত্যপণ্যের ক্রমাগত ঊর্ধ্বগতিসহ নানা দাবিতে কর্মসূচি দেয়ার বিষয়ে যুগপৎ দলগুলোর মতামত চেয়েছে বিএনপি। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পাওয়ার পর ১২ দলীয় জোট ও গণতন্ত্র মঞ্চের সাথে আলোচনা করে দলটি।
রোববার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, মো: শাহাজাহান উপস্থিত ছিলেন। ১২ দলীয় জোটের পক্ষে ছিলেন মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, সৈয়দ এহসানুল হুদা, মুফতি গোলাম মুহিউদ্দিন ইকরাম প্রমুখ।
১২ দলীয় জোটের সাথে বৈঠকের পর এলডিপির সাথে কথা বলেন বিএনপির লিয়াজোঁ কমিটির সদস্যরা।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে সন্ধ্যায় বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম গণমাধ্যমকে বলেন, ‘আগামী দিনের কর্মসূচি, দেশের চলমান রাজনৈতিক সঙ্কট, অর্থনৈতিক সঙ্কটসহ নানা বিষয়ে কথা বলেছেন নেতারা। সিদ্ধান্ত হলে আমরা জানাবো।’

 


আরো সংবাদ



premium cement