ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত ডেভিড মিল
- কূটনৈতিক প্রতিবেদক
- ১১ মে ২০২৪, ০২:১৪
ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ডেভিড স্লেটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বর্তমানে তিনি চীনে ডেপুটি চিফ অব মিশন ও ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ডেভিড মিল ইতোপূর্বে ঢাকায় ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মার্কিন কংগ্রেসে শুনানি এবং সিনেটের চূড়ান্ত অনুমোদনের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেবেন মিল। তিনি পিটার ডি হাসের স্থলাভিষিক্ত হবেন। পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের এক ঘোষণায় ডেভিড মিলকে বাংলাদেশে পাঠাতে প্রেসিডেন্ট বাইডেনের অভিপ্রায়ের বিষয়টি প্রকাশ করা হয়েছে।
জ্যৈষ্ঠ কূটনীতিক মিল বেইজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন। এ ছাড়া মিল ওয়াশিংটনের ফরেন সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কাউন্সিলারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন।
ডেভিড মিল ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনে অসাধারণ দক্ষতার জন্য বেকার-উইকিনস পদক পেয়েছেন। চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষায় তার দখল রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা