০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

কুবি ভিসির কুশপুত্তলিকা ঝুলাল শিক্ষক সমিতি!

-

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির চলমান আন্দোলনের অংশ হিসেবে ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের কুশপুত্তলিকা ঝুলিয়ে তার পদত্যাগ দাবি করছেন শিক্ষকরা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও গোল চত্বরের পাশে ডাস্টবিনের ওপর রশি দিয়ে এ কুশপুত্তলিকা টাঙানো হয়।
শিক্ষকদের ওপর হামলা ও ক্যাম্পাসে না এসেও ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সম্মানী নেয়ায় এ ধরনের প্রতিবাদ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক সমিতির নেতারা।
সরেজমিন দেখা যায়, কুশপুত্তলিকার মাথার অংশে রয়েছে ভিসির ছবি। তার মাথায় একটি শিং রয়েছে। কুশপুত্তলিকার হাত দু’টি প্রসারিত। বুকের মাঝে ব্যানার ঝুলানো সেখানে দেখা যায় ভিসি কনুই দিয়ে প্রতœতত্ত্ব বিভাগের শিক্ষককে মারছেন। এছাড়াও ভিসির বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শিক্ষকদের পদত্যাগপত্রের ছবিসহ ব্যানার টাঙানো রয়েছে। এছাড়াও গত পাঁচ দিন ধরে ভিসির পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, আমরা শিক্ষকদের সমস্যা নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সর্বশেষ ২৮ তারিখ শিক্ষকদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা হয়েছে। এ নিয়েও কোনো পদক্ষেপ নেননি। শুক্রবার তিনি ক্যাম্পাসে না এসেও গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্মানী নিয়েছেন। এর প্রতিবাদে আমরা তার কুশপুত্তলিকা স্থাপন করেছি।

‘অভিনব’ এই প্রতিবাদের বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী এম আনিছুল ইসলাম বলেন, সারা বিশ্বে প্রতিবাদের অনেক রকমের ভাষা রয়েছে এটি তার মধ্যে একটি। আমি শিক্ষক সমিতির সব দাবি দাওয়ার পক্ষে একমত। তবে বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের প্রতিবাদ উচিত নাকি অনুচিত সে বিষয়ে কিছু বলতে চাই না। এ বিষয়ে নিয়ে কথা বলতে ভিসি আবদুল মঈনকে কয়েকবার কল দিলেও পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষক সমিতির নির্বাচনের পর ভিসির কক্ষে শুভেচ্ছা বিনিময় ও কিছু দাবিদাওয়ার বিষয়ে কথা বলতে গেলে দুই কর্মকর্তা ও ছাত্রলীগের সাবেক সদস্যরা শিক্ষকদের ওপর হামলা করেন। এরই জেরে তিন দফা ক্লাস বর্জনের পাশাপাশি সাত দফা দাবি জানিয়ে আসছে শিক্ষক সমিতি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়ায় ভিসি, ট্রেজারার ও প্রক্টরের কক্ষে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষকরা। সবশেষ, গত (২৮ এপ্রিল) শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ভিসি, ট্রেজারার ও প্রক্টরসহ ভিসিপন্থী সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতারা শিক্ষকদের কিল, ঘুষি ও ধাক্কা দিয়ে প্রশাসনিক ভবন দখলে নেন। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করলে বিশ্ববিদ্যালয় ও হলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরবর্তীতে শিক্ষক সমিতি ভিসির পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে।

 


আরো সংবাদ



premium cement