মালদ্বীপ থেকে ভারত সব সেনা প্রত্যাহার করেছে
ভারত সফরে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ মে ২০২৪, ০২:১২
মালদ্বীপের শাসনক্ষমতায় আছেন চীনপন্থী বলে পরিচিত মোহাম্মদ মুইজ্জু। তিনি ক্ষমতায় আসার পর ভারতের সাথে নানা ইস্যুতে মালদ্বীপের সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছায়। এরই মধ্যে মুইজ্জু সরকারের প্রথম কোনো মন্ত্রী হিসেবে ভারত সফরে গিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মূসা জমির। গত বুধবার তিনি নয়াদিল্লি পৌঁছান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে মূসা জমির নিজেই তার অফিসিয়াল ভারত সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, ভারতে আমার প্রথম দ্বিপক্ষীয় অফিসিয়াল সফরের অংশ হিসেবে নয়াদিল্লিতে পৌঁছেছি। ফলপ্রসূ আলোচনা, সম্পর্ক জোরদার করা এবং ভারতের প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনের জন্য অপেক্ষা করছি। দ্য হিন্দু।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের অফিসিয়াল টুইটার পেজে মূসা জমিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা লিখেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী মূসা জমিরকে তার অফিসিয়াল ভারত সফরে উষ্ণতার সাথে স্বাগত জানাই। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যুতে আলোচনা এবং আমাদের বহুমুখী সম্পর্ককে গতিশীল করার উপায় খুঁজতে হবে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন নয়াদিল্লি দেশটিতে থাকা সব ভারতীয় সেনাদের ১০ মে- এর মধ্যে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছিল। তবে মূসা জমিরের এই সফরকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা হিসেবে ধরা যেতে পারে।
এর আগে, গত ৩ মে ভারত-মালদ্বীপের মধ্যে চতুর্থ দফায় উচ্চপর্যায়ের কোর গ্রুপের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় ভারত সরকার জানিয়েছিল, ১০ মে-র আগেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেয়া হবে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে মূসা জমির জানিয়েছেন, মালদ্বীপের তরফ থেকে ভারতের বিরুদ্ধে যেসব অবমাননাকর মন্তব্য করা হয়েছে, ভবিষ্যতে তার আর পুনরাবৃত্তি হবে না। এমনটা যেন না ঘটে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মালদ্বীপে ভারতীয় পর্যটক কমে যাওয়ার বিষয়টি প্রশমিত করতে আবারো ভারতীয়দের মালদ্বীপে স্বাগত জানান মূসা জমির। তিনি বলেন, আমি মনে করি, আমাদের পর্যটনমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, তিনি (ভারতীয় পর্যটকদের) স্বাগত জানাতে চান এবং আমি নিজেও ভারতীয়দের স্বাগত জানাতে চাই, যারা মালদ্বীপ ভ্রমণ করতে চান। এ সময় মূসা জমির মালদ্বীপ ও ভারতের বিভিন্ন নির্বাচনকে ঢাল হিসেবে উল্লেখ করে জানান, ভারত-মালদ্বীপ সম্পর্ক আবারো এগিয়ে যাবে। তিনি বলেন, আমি মনে করি, দীর্ঘ মেয়াদে আমরা আবারো এগিয়ে যাব। আপনারা যদি লক্ষ করেন তাহলে দেখতে পাবেন গত আট মাসে মালদ্বীপ ও ভারতে আমরা নির্বাচনী চক্রের মধ্য দিয়ে যাচ্ছি।
সব সেনা প্রত্যাহার
এ দিকে মালদ্বীপ থেকে ভারতকে ১০ মে এর মধ্যে সেনা প্রত্যাহার করে নিতে বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। আর এই সময়ের মধ্যেই ভারত তা করেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র। শুক্রবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। ভারতীয় সেনারা দুইটি হেলিকপ্টার ও ডোর্নিয়ার বিমান পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য মালদ্বীপে অবস্থান করেছিল। যা ভারতের পক্ষ থেকে মালদ্বীপকে উপহার দেয়া হয়েছিল।
তবে দেশের মানুষের কাছ থেকে ভারতের সেনা সরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুইজ্জু। এ নিয়ে একাধিকবার বৈঠকেও বসছিল দুই পক্ষ। তবে তাতে বিশেষ কোনো লাভ হয়নি বলেই জানায় কূটনৈতিক মহল। গত ৯ এপ্রিল দেশে ফিরে এসেছে মালদ্বীপে মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর একটি দল। সেখানে একটি বিশেষ হেলিকপ্টার পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন তারা। এরপর আর একটি দলেরই ভারতে ফিরে আসা বাকি ছিল।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, প্রেসিডেন্টের কার্যালয়ের মুখ্য মুখপাত্র হিনা ওয়ালিদ একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন যে, মালদ্বীপে থাকা ভারতীয় সেনাদের শেষ দল দ্বীপরাষ্ট্র ছেড়ে চলে গিয়েছে। তবে কতজন ভারতীয় সেনা মালদ্বীপ ছেড়ে ভারতে ফিরে গিয়েছেন, তার কোনো নির্দিষ্ট সংখ্যা তিনি জানাননি। হিনার বলে, কত সৈন্যকে ফেরত পাঠানো হয়েছে, সে সম্পর্কে পরে বিস্তারিত প্রকাশ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা